আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার কাটাছেঁড়া

সভ্যতার লাল সূর্য্য নাকি এখানে আলো ছড়িয়ে ছিল একদিন
শান্তির বাণী নিয়ে ঝরেছিল বারি
বেশ উঁচু গলায় নাকি বক্তৃতাও দিয়েছিলেন কয়েক ডজন নেতা
এখানকার উঠোন জুড়ে নাকি শীতের সকালের মতই রোদেরা শান্তির পরশ বুলিয়ে দিত
খোলা পিঠে বসে থাকা নারীদের?

নয়া আলোর বার্তা শুনে নাকি অশ্রাব্য খিস্তি খেউড় করতো জরাগ্রস্তরা
বিস্তৃত ফসলের মাঠ জুড়ে নাকি কৃষকের হাসি খেলা করতো
সভ্যতার স্বর্গীয় প্লাবনে ভেসে যেত সমস্ত দুঃখরা।

এখন আমার মায়ের উঠোন জুড়ে লাল উন্মত্ত জোঁকের অবাধ বিচরণ
স্বাধীন বিপ্লব আজ পরিণত হয়েছে সভ্যতার পচা ঘায়ে
মুখ থুবড়ে পড়ে আছে সময়ের ঘড়ি
অবলুপ্তির সীমারেখায় ক্ষীণশ্বাসে বয়ে চলে মানুষের জীবন।

কেননা এখন কলিতেই নাকি নষ্ট হচ্ছে সভ্যতার ভ্রুণ।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।