আমাদের কথা খুঁজে নিন

   

**সুস্থ মস্তিষ্কে সচেতন ব্লগাররা একটু ভাবেন তো ...**(ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে পেয়েছি আমাদের অমূল্য স্বাধীনতা )

God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying. ভাবতে পারেন... ...................... ..................... .................. •ত্রিশ লক্ষ মানুষকে যদি একের উপর এক শোয়ানো হয় তবে তার উচ্চতা হবে ৭২০ কিমি.যা মাউন্ট এভারেস্টের উচ্চতার ৮০ গুণ । •ত্রিশ লক্ষ মানুষ যদি হাতে হাত ধরে দাঁড়ায় তবে তার দৈর্ঘ হবে ১১০০ কিমি.যা টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্বের চেয়েও বেশি । •ত্রিশ লক্ষ মানুষের শরীরে মোট রক্তের পরিমাণ ১.৫ কোটি লিটার যা শুকনো মৌসুমে পদ্মা নদীতে প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির সমান। •ত্রিশ লক্ষ মানুষকে যদি একের উপর এক শোয়ানো হয় তবে তার উচ্চতা হবে ৭২০ কিমি.যা মাউন্ট এভারেস্টের উচ্চতার ৮০ গুণ । •ত্রিশ লক্ষ মানুষ যদি হাতে হাত ধরে দাঁড়ায় তবে তার দৈর্ঘ হবে ১১০০ কিমি.যা টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্বের চেয়েও বেশি ।

•ত্রিশ লক্ষ মানুষের শরীরে মোট রক্তের পরিমাণ ১.৫ কোটি লিটার যা শুকনো মৌসুমে পদ্মা নদীতে প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির সমান। এই ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে পেয়েছি আমাদের অমূল্য স্বাধীনতা। আজ ১৪ই ডিসেম্বের , মহান শহীদ বুদ্ধিজীবী দিবস । জাতির একটি অত্যন্ত শোকাবহ দিন। হানাদার পাকিস্তানী বাহিনী আর তাদের এদেশীয় দোসর বিশ্বাসঘাতক স্বাধীনতাবিরোধী চক্র–জামাত,আল বদর, আল শামস, রাজাকারদের নজিরবিহীন নৃশংসতা এবং এক ভয়ংকর নীলনকশা বাস্তবায়নের একটি প্রামাণ্য দলিল।

আজকের এই দিনে আমরা হারিয়েছি আমাদের দেশের সবচেয়ে মেধাবী, সূর্য সন্তানদের। শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের মহান আত্মত্যাগের কথা। সেই সাথে ঘৃণা ভরে স্মরণ করি সেই সব নরপশু, রাজাকার আলবদরদের। আজও যাদের বিচারেরবানী নিভৃতে কাঁদে। মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তির প্রাক্কালে এই আশা করি, এই সব ঘৃন্য নরপশু দের সাথে যেন এটাই যেন হয় আমাদের শেষ বিজয় উৎসব।

▬▬►আমি জানি আমার এই লেখা সব ব্লগারদের ভাল লাগবে না। অনেকেরই হৃদয় জ্বলে উঠবে। তাদের প্রতি অনুরধ প্লিজ আপনারা সসম্মানে এই ্লেখা ছেড়ে চলে যান। ব্লগে অনেক লেখা আছে যেখানে গোলাম আজম কে দেশের শ্রেষ্ঠ সন্তান বলা হয়!!! আর যাদের ভাল লাগবে প্লিজ লাইক কমেন্ট করে আপনার শ্রদ্ধা জানিয়ে দিবেন বীর শহীদ দের প্রতি। ধন্যবাদ তথ্য সূত্রঃ লিঙ্ক ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।