আমাদের কথা খুঁজে নিন

   

অমরত্ব

এডিট করলাম দীর্ঘশ্বাসের অ্যাডভেঞ্চার শুরু হল। অনেকদিন আটক ছিল। কেউ জামিন দিয়ে ছাড়ায়নি। ঘুষ দেবার সামর্থ ছিল না। অথচ নিসঙ্গভাবে টিকে রইল আশ্চর্য কৌশলে।

সময়ের হিসাবের বাইরে। অন্ধকার ঝিরিঝিরি বৃষ্টিতে। অতন্দ্র পুলিশ প্রহরায়। বিশ্রী বিশ্রী সপ্নে। ততোধিক বাস্তবতায়।

এভাবেই মারা যেতে পারত। কিন্তু মারা তো গেলই না জেল থেকে বের হয়ে উদ্যোমের সাথে অ্যাডভেঞ্চার শুরু করল। এবার সে হয়ে উঠল মারদাঙ্গা সাইক্লোন। টুকরো টুকরো করে ফেলল সুন্দরকে। দেখাল এর ভিতরে লুকিয়ে থাকা প্লাস্টিক।

পাখির চেয়ে বেশি স্পিডে উড়ে মুখ থুবড়ে দিল কবিতার। ঘোষণা দিল,শরীরের ভেতর আর থাকব না। একবার যখন অ্যাডভেঞ্চারে বের হয়ে গেছি তখন আর মৃত্যু ভয় নেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।