আমাদের কথা খুঁজে নিন

   

অমরত্ব লাভের সুযোগ নিন

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ মানুষের গড় আয়ু খুব বেশী না। এর মধ্যে ভেজালের মধ্যে বসবাসকারী বাঙ্গালীদের গড় আয়ূ অনেক কম।এই কম সময়ে নিজের পকেট ভারি করে সাময়িক স্বচ্ছলতা হয়তো আসে। কিন্তু শেষে বিড়াল কুকুরের মতো ধূলোয় মিশে যায় পশুর জীবন।বংশধরেরাও স্মরণ করে না যারা অবৈধভাবে কামিয়ে দিয়ে গেছে সম্পদ সেই সব পূর্বসূরীদের। তাছাড়া চামচামি করে কেউ অমর হতে পারেনি। সরকারী চামচাদের বলছি,চামচামির ফল নগদে মিষ্টি মনে হলেও আখেরে তা তেতো! অতএব, দুদক, নির্বাচন কমিশন এবং বিচারকদের উচিৎ সুযোগের সৎব্যবহার করা। তাতে দেশ দেশের মানুষ উপকৃত হবে। বিনিময়ে আপনারা পাবেন শ্রদ্ধা ভালোবাসা এবং মানুষের মনে স্থায়ী আসন গড়ার সুযোগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।