আমাদের কথা খুঁজে নিন

   

অমরত্ব নয়

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

অমরত্ব চায় কবি ও কবিতা, তাকে ডাকে পচনশীল মরণ! ভাগাড়ের ময়লার স্তূপ, ড্রেনের আবর্জনা, গলিত মানুষ দেখেছে পচতে সে প্রতিটা দিন, প্রতিক্ষণ, প্রতিরাত পচনশীল খাবার দেহে প্রতিনিয়ত দেয় যে পুষ্টি সেই পুষ্ট শরীর কি হবে অমর অক্ষয় কোনোদিন? বোঝে জীবজন্তু গাছপালা, বোঝে না কবির মনন শুধু। কী লেখে কবি? অমরত্বের বাণী, অমিতাভ শব্দাবলী? বোঝে না মানুষ কোনো, বোঝে কবি একা নিজে সাদা কাগজের ললাটে যে ছবি এঁকে যেতে চায় কবি সেও তো ক্ষয়িষ্ণু যুগে যুগে, কালের মরিচীকায় বোঝে নাতো কবি সময়টা নাশ, শরীরের সর্বনাশ! ঘরকোণে নিরালায় লেখে কবি, জমে শব্দের ভাণ্ডার বয়স্ক শরীরে বাড়ে অতিরিক্ত মেদ, রক্তের শর্করাভার এভাবে বাড়তে বাড়তে হঠাৎ সচল দু'হাত হয় স্থির বার্ধক্যে পচনে তার ক্ষয়ে যায় স্থিত সাধের শরীর আসলে মৃত্যুকে শুধু খুঁজে পায় কবি অবশেষে পায় না শব্দের অমরত্ব ধরাধামে কোনোদিন! ২৫.০৪.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।