আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ বাংলাদেশের যেসব জেলার মেয়েদের কনে হিসেবে বিয়ে করা ভাল!!!

অন্ধ হলে বন্ধ হবে না প্রলয়। আজকে একটা লেখা পরে কমেন্ট না করতে পারার কষ্টটা আবারও অনুভব করলাম। এই পোষ্টে লেখক যা বলেছেন সেই প্রসঙ্গে আমার মন্তব্যঃ আমার জন্ম, আমার বাপ চাচার জন্মও ঢাকার হাজারীবাগে। কিন্তু আমাদের সার্টিফিকেটে স্থায়ী ঠিকানা হিসেবে দাদা বাড়ীর কুমিল্লার ঠিকানা ব্যবহার করা হয়েছে। বাপ চাচা চাকুরীর কোটার সুবিধার্থে নাকি জেলাপ্রীতির কারণে এমন করেছেন তা আজো অজানা।

আমার স্ত্রীর ক্ষেত্রেও প্রায় একই ব্যাপার। বাপ চাচা সবার জন্ম ঢাকায় হলেও তারা ভোলার ঠিকানা ব্যবহার করে। আমার কাছে ভোলা আর বরিশাল সমার্থক। সুতরাং লেখকের আমার কাছ থেকে একটা বিরাট ধন্যবাদ প্রাপ্য। লেখকের উদ্দেশ্যে বলছি- ঢাকা সিটি কলেজের নিকটেই ......জগৎ নামে একটা ডক্টরস চেম্বার আছে।

সেখানকার চিফ ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করার চেষ্টা করুন, দুজনের জুটি জমবে ভালো। এটা সম্ভব না হলে বাসে চড়ে সোজা গাবতলি চলে যান। শুনেছি ভালো বাস সার্ভিস আছে ঢাকা টু পাবনা। আপনার জন্য ওটাই উপযুক্ত জায়গা। অন্তত “অমুকের কাছ থেকে শুনে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, অমুক পত্রিকার পাঠক জরিপ থেকে”-এমন কিছু একটা সুত্রের কথা উল্লেখ করে লিখলেও কথা ছিল।

অনেক পাঠক লেখাটিকে ফান হিসেবে নিয়ে কমেন্ট করছেন কিন্তু আমার মেজাজ খারাপ হচ্ছে কারণ আজকাল ব্লগে লেখকগণ ব্লগায়তাছেনা, বলগায়তাছে(কুমিল্লার ভাষায় ভাত রান্নার ফুটন্ত অবস্থা)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।