আমাদের কথা খুঁজে নিন

   

গিনেস বুকে শারজা স্টেডিয়াম!!

সবার সুখে থাকাটাই কামনা করি। সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচের আয়োজক হিসেবে গিনেস বুকে নাম উঠেছে শারজা স্টেডিয়ামের। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার রোববারের ওয়ানডে ম্যাচটির আয়োজন করে এই রেকর্ড গড়েছে স্টেডিয়ামটি। আশির দশকের শুরুতে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। রোববারের ম্যাচটি ছিলো শারজা স্টেডিয়ামে আয়োজিত ২০১তম ওয়ানডে। দ্য গিনেস রেকর্ডস বুক এর কর্মকর্তা ভিন শর্মা সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান বিন মুবারকের হাতে এ সংক্রান্ত সনদ তুলে দেন। এই অর্জন দেশকে গর্বিত করেছে বলে জানান শেখ নাহিয়ান। তিনি বলেন, “রেকর্ড বুকে নাম লেখাতে পারা শারজার জন্য বিশাল অর্জন। এটা আমাদের দারুণ গর্বিত করেছে।”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.