আমাদের কথা খুঁজে নিন

   

আসুন গিনেস বুকে নাম লেখাই

কেউ কী বলতে পারেন,`গিনেস বুক' হঠাৎ আমাদের জাতীয় জীবনে হঠাৎ এতো গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেনো??? চারিদকে খালি ‘গিনেস বুক’-রব। মানব পতাকা, জাতীয় সঙ্গীত পেরিয়ে ‘গিনেস বুক’ এখন রাজনৈতিক আন্দোলনে এসে ঠেকেছে। আপার পরে ম্যাডামও আক্রান্ত হলেন ‘গিনেস বুক’ জ্বরে।

আজ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক সমাবেশে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এমন আন্দোলন হবে, গিনেস বুকে নাম উঠবে’। কঠিন ডায়লগ, শুনেই আমার অন্তরাত্মা কেঁপে গিয়েছে। এই যে কিছুদিন আগে অ‍ামাগোরে জ্বালাইয়া পোড়াইয়া যে আন্দোলন-সংগ্রাম চালাইলেন ওইটা কি তাইলে ‘গিনেস বুকে’ নাম উঠানোর মকশো ছিলো...রহম করো মাবুদ...ডেমো শোতেই যদি এই হাল হয় আসল আন্দোলনে তো আমগোরে আর খুঁইজাও পাওয়া যাইবো না...ম্যাডাম এইবারের মতো গিনেস বুকে আন্দোলনের নাম উঠানোর প্ল্যানটা বাদ দিলে হয় না!!!

দেশের দুই জাতীয় মুরুব্বির গিনেস বুকে নানা কায়দায় নাম উঠানোর দৌড়ঝাঁপ দেখে আমারও খুব খায়েশ হচ্ছে এই অধমের নামটা একবার ওই বুকে উঠুক...তাই দ্রুত চলে যাওয়া গাড়ির জানালায় দেখা সেই মুখটিকে বলতে মন চাইছে,
‘এমন ভালোবাসা দেবো মেয়ে,
ঠিক ঠিক গিনেস বুকে নাম উঠবে...:-)’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.