আমাদের কথা খুঁজে নিন

   

গিনেস রেকর্ড এ বাংলাদেশ ।

হ্নীলার বাঁধন

**সুপার গ্রান্ড ফাদার : মোহাম্মদ রজব আলী । বগুরা জেলা নিবাসী । ওনার নাতিনাতনীর সংখ্যা ৫শতাধিক । ১১৫ বছর বয়সে তিনি মারা যান । গিনেস বুকে তার নাম সুপার গ্রান্ড ফাদার হিসেবে উল্লেখ করা আছে ।

**গান গেয়ে :বাংলাদেশের রুনা লাইলা এক দিনে ৪০ টি গান রেকর্ড করে গিনেস বুকে স্হান পেয়েছেন । **সর্ব বৃহৎ উপসাগর : বঙ্গোপসাগর পৃথিবীর সবচেয়ে বৃহৎ উপসাগর হিসেবে গিনেস বুকে স্হান পেয়েছে । আয়তন ২১৭২০০০ বর্গ কিলোমিটার । **সবচেয়ে লম্বা বাংলা শব্দ : ‘লন্ডন পলান্ডগুন্জনকুম্ভীশ্রাপথন্নসুতকান্নাভোজ্যন্নমধুমাংসমুত্ররেতোহমেধ্যাভক্ষভক্ষণেগায়ত্র্যাস্টসহ’এটি বাংলা লম্বা শব্দ হিসেবে গিনেস বুকে স্হান পেয়েছে । কাশীনাথের শাস্ত্র থেকে উদ্ধ‍ার করা ।

**মুক্তিপণ আদায় : ১৯৭৭ সালে ২রা অক্টোবর জাপান এয়ার লাইন্সের ডিসি-৮ বিমানটি অপহরন করে তেজগাঁও বিমানবন্দরে অবতরন করানো হয় । বিমানটিতে ৩৮ জন লোক জিম্মি ছিল । ৬ মিলিয়ন ডলার এবং ৬ জন সাজাপ্রাপ্ত আসামীকে মুক্তির বিনিময়ে বিমানটি মুক্তি দেয়া হয় । মুক্তিপন আদায়ে এটিই সর্বোচ্ছ । **যোবেদা রহমান লীনু সর্বাধিক ১৬ বার জাতীয় টেনিসে চ্যাম্পিয়ন হয়ে ২০০২ সালে গিনেস বুকে স্হান পায় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.