আমাদের কথা খুঁজে নিন

   

গিনেস বুক অব রেকর্ডস এ বাংলাদেশ!

Speak no evil, hear no evil, see no evil.
আমরা অনেকেই গিনেস বুক অব রেকর্ডস সম্বন্ধে জানি। পৃথিবীর যত রেকর্ড এই চমৎকার বই টায় সন্নিবেশীত থাকে। ছোটবেলা থেকেই এই বইটার প্রতি আমার অনেক মোহ। আমার খেয়াল আছে ১৯৮৬ সালে আমি আমার প্রথম গিনেস বুক অব রেকর্ডস কিনি ৪০০ টাকা দিয়ে। এবং অনেক গুলোই এ পর্যন্ত কিনেছি।

১৯৮৬ সালের বইটা তে বাংলাদেশ সম্বন্ধে একটা রেকর্ড ছিল যাতে বাংলাদেশ নামের পাশে Bracket দিয়ে লিখা ছিলো East Pakistan! সে আমলে ই মেইল ছিলো না। আমি সাথে সাথে তাদের একটা চিঠি লিখে ফেললাম প্রতিবাদ জানিয়ে। প্রায় দু মাস পর একটা উত্তর পাই যাতে লিখা ছিলো যেহেতু বাংলাদেশ একটা নতুন দেশ তাই সবাই যাতে চিনতে পারে তাই এই ব্যবস্হা। এরপর থেকে East Pakistan লেখাটা বাদ দেবার কথাও তারা বলেছিলো এবং তারা তাদের কথা রেখেছিলো ও বটে। যদিও ১৯৮৬ সালের জন্য এটা একটা খোঁড়া যুক্তি তাও অনেক ভালো লেগেছিলো।

চিঠিটা এখনো আছে আমার কাছে। যা হোক অনেক খুঁজে গিনেস বুক অব রেকর্ডস এ বাংলাদেশ এর এই রেকর্ড গুলো পেলাম। কিছু রেকর্ড বাদ থাকতে পারে। যোগাড় না করতে পারাটা আমার ব্যার্থতা বলে মেনে নিলাম। পড়ুন এবং জানুন! ১।

বাংলাদেশ পৃথিবীর সবচে বড় ব' দ্বীপ (Delta)। ২। সবচে বড় শিল পড়েছিলো ২.২ পাউন্ড ওজনের, গোপালগন্জে ১৪ এপ্রিল ১৯৮৬ সালে। এই ঝড়ে ৯২ জন মারা যায়। ৩।

সবচে বড় মানব বন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে। ৫০ লাখ লোক ৬৫২ মাইল লম্বা মানব বন্ধন করেছিলো টেকনাফ থেকে তেতুলিয়া (সম্ভবত আওয়ামী লীগ কর্তৃক মানব বন্ধন)। ৪। সবচে লম্বা স্টেপল পিন চেইন, ৪২২ ফিট ৪ ইন্চি, খন্দকার শিহাব আহমেদ, ৩ নভেম্বর ২০০৭। ৫।

একই পরিবারের মধ্যে বিয়ে। নরেন্দ্র নাথ এর পাঁচ ছেলে তারাপদ কর্মকার এর পাঁচ মেয়ে কে বিয়ে করেছে ১৯৭৭ থেকে ১৯৯৬ সালের মাঝে। ৬। সবচে কম বয়সী বিবাহিত দম্পতি। ১৯৮৬ সালে আমিনপুর, পাবনাতে দু পরিবারের দ্বন্দ মেটাতে ১১ মাসের এক ছেলের সাথে ৩ মাসের এক মেয়ের বিয়ে দেয়া হয়! ৭।

সবচে বেশী মানুষ একসাথে হাত ধোয়া। ১৫ অক্টোবর, ২০০৯ এ বাংলাদেশ সরকার, ব্র্যাক, ইউনিসেফ, ইউনিলিভার, এবং WHO এর ব্যবস্হাপনায় পুরো বাংলাদেশ জুড়ে ৫২,৯৭০ জন একই সময়ে হাত ধোয়া কর্মসূচীতে অংশ নেয়। ৮। সবচে বড় প্রাকৃতিক বালুকাময় সৈকত, কক্সবাজার। ৯।

সবচে বড় ম্যানগ্রুভ ফরেস্ট, সুন্দরবন। আপনারা আরো কোনো রেকর্ডস জানলে মন্তব্যে লিখবেন। একটা কথা জেনে রাখা ভালো যে এ ছাড়াও অনেক রেকর্ডস থাকতে পারে যা গিনেস কর্তৃপক্ষ কর্তৃক এখোনো গৃহীত নয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.