আমাদের কথা খুঁজে নিন

   

গিনেস বুকে গাভি

কানাডার একটি খামারের একটি গাভি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। গাভিটি ১৫ বছরে দুই লাখ ১৬ হাজার ৮৯১ কেজি দুধ দিয়েছে। দুগ্ধদানে কোনো গাভির এটি সর্বোচ্চ রেকর্ড। কানাডার পূর্বাঞ্চলে অবস্থিত একটি খামারে আছে হোলস্টেইন জাতের এই গাভিটি। স্মার্ফ নামের এই গাভিটির মালিক এরিক প্যাতেনাউদি।

তাঁরা ছয় পুরুষ ধরে গাভি পালন করে আসছেন। এরিক প্যাতেনাউদি জানান, তাঁর গাভিটি এ পর্যন্ত যত দুধ দিয়েছে, গ্লাসে মাপলে ১০ লাখ গ্লাস ছাড়িয়ে যাবে। গাভিটি এখনো দুধ দিচ্ছে। ভালো জিন বা বংশগতির কারণে এটি এখনো দুধ দিয়েযাচ্ছে। গিনেস কর্তৃপক্ষ গত সোমবার দুধ দেওয়ার গাভিটির বিশ্ব রেকর্ড নিশ্চিত করেছে।

এর আগে এ রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গাভির। খামারের গাভি সাধারণত সারা জীবনে প্রায় ৩৫ হাজার কেজি (৩৩,৯৮১ লিটার) দুধ দেয়, যা দিনে গড়পড়তা প্রায় ৫০ লিটার। স্মার্ফ নামের গাভিটিও দিনে প্রায় একই পরিমাণ দুধ দেয়। কিন্তু এই গাভিটি অন্য গাভির থেকে প্রায় তিন গুণ বেশি সময় ধরে দুধ দিয়ে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে ১৬ বছরে পা দেবে স্মার্ফ।

ইতিমধ্যে সে ১০টি বাছুরের জন্ম দিয়েছে এবং ১১তম বাছুরটি হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। স্মার্ফের জন্মদাতার নাম ছিল এমপেরর। এটিকে আনা হয় যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে এবং তার জন্মদাত্রীমারফিও অনেক দুধ দিত। এএফপি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.