আমাদের কথা খুঁজে নিন

   

চিরচেনা

আমাদের পৃথিবীটা কত সুন্দর। অপরুপ মহিমায় গড়া এই পৃথিবীটা কতনা বৈচিত্রময়। হাজারো বৈচিত্রের নিদর্শন ছড়িয়ে আছে সারা পৃথিবীতে। এতসব বৈচিত্রের মাঝে প্রাকৃতিক বৈচিত্রই আমাদের সবার পরিচিত। কারণ প্রার্কতিক বৈচিত্রে গড়া আমাদের বাংলাদেশ।

ছোট বেলায় আমরা পড়েছি ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। ছয় ঋতুর মাঝে যে ঋতুটি অধিকাংশ মানুষের প্রিয় এবং যে ঋতুতে বিদেশ থেকে ছুটে আসে হাজারো পর্যটক তার নাম শীত। যদিও বলা হয় পৌষ ও মাঘ দুই মাস শীত কাল কিন্তু আমরা দেখতে পাই হেমন্ত ঋতু থেকে শৃরু হয়ে যায় শীতের আমেজ। আজ ১লা অগ্রহায়ণ। পাখি ডাকা ভোরে ঘুম থেকে উঠে দেখি সুর্য়ের কিরণে পুরো সকালটাই যেন এক অপরুপ সাজে সাজিয়েছে।

সকালে একটু রোধ পোহাবার জন্য অনেকে দাড়িয়ে আছে রাস্তায়। মাছরাঙা গুলো শুরু করেছে মাছ ধরা। আকাশে উড়ে বেড়ায় হাজারো বকের সাড়ি। গাছে গাছে উঁকি দেয় শালিকের ঝাঁক। পুকুরে ভেসে উঠেছে শাপলা এবং কলমীর ফুল।

সব মিলিয়ে আজকের সকালটা এক অন্য রকম সকাল। মনে পড়ে যায় শৈশবের হাজারো স্মৃতি। এ আমাদের চিরচেনা দেশের রুপ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.