আমাদের কথা খুঁজে নিন

   

"আশঙ্কা" রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার প্রিয় কবিতা - (১)

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে ভালবাসার মূল্য আমায় দু হাত ভরে যতই দেবে বেশী করে, ততই আমার অন্তরের এই গভীর ফাঁকি আপনি ধরা পড়বে নাকি । তাহার চেয়ে ঋনের রাশি রিক্ত করি যাই-না নিয়ে শূন্য তরী । বরং রব ক্ষুধায় কাতর ভাল সেও, সুধায় ভরা হৃদয় তোমার ফিরিয়ে নিয়ে চলে যেও । পাছে আমার আপন ব্যথা মিটাইতে ব্যথা জাগাই তোমার চিতে, পাছে আমার আপন বোঝা লাঘব-তরে চাপাই বোঝা তোমার 'পরে, পাছে আমার একলা প্রানের ক্ষুদ্ধ ডাকে রাত্রে তোমায় জাগিয়ে রাখে, সেই ভয়েতেই মনের কথা কইনে খুলে । ভুলতে যদি পারো তবে সেই ভালো গো, যেয়ো ভুলে ।

বিজন পথে চলেছিলেম, তুমি এলে মুখে আমার নয়ন মেলে । ভেবেছিলেম বলি তোমায়, 'সঙ্গে চলো আমায় কিছু কথা বলো । ' হঠাৎ তোমার মুখে চেয়ে কী কারনে ভয় হল যে আমার মনে । দেখেছিলেম সুপ্ত আগুন লুকিয়ে জ্বলে তোমার প্রানের নিশীথ রাতের অন্ধকারের গভীর তলে । তপস্বিনী, তোমার তপের শিখাগুলি হঠাৎ যদি জাগিয়ে তুলি, তবে যে সেই দীপ্ত আলোয় আড়াল টুটে দৈন্য আমার উঠবে ফুটে ।

হবি হবে তোমার প্রেমের হোমাগ্নিতে এমন কী মোর আছে দিতে । তাই তো আমি বলি তোমায় নতশিরে -- তোমায় দেখার স্মৃতি নিয়ে একলা আমি যাব ফিরে । আবদুর রাজ্জাক শিপনের ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় ) Click This Link দেখে মনে হল প্রিয় কবিতা জমিয়ে রাখি না কেন এইখানে ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.