আমাদের কথা খুঁজে নিন

   

।।ফিলিস্তিনের কবিতা ।।

বাঙলা কবিতা ।। তাকাও আমার দিকে // নাহিদা ইজ্জাত ।। ______________________ তাকাও আমার দিকে প্রেমের কবিতা লিখতেই পছন্দ করতাম আমি আঁকতাম রঙধনু আর নানা রঙ প্রজাপতি ঘ্রাণ নিতাম টাটকা গোলাপ-কুঁড়ির, নাচতাম। পছন্দ করতাম, চোখ বন্ধ করতেই জেগে উঠবে শিশুর নিষ্পাপ হাসি তাদের মাথার খুলি লক্ষ করে তাক করা থাকবে না কোনই বন্দুক বাসনা ছিলো, শোনাবো তাদের বহু দূর দেশের স্থলপদ্মের মত সব পরীদের গল্প, কোনও বুলেটের গর্জন বা মিসাইল বিস্ফোরণের কাহিনী নয় অথচ কী ভাবে তা পারবো আমি? আমার হৃৎপিণ্ডে গেঁথে আছে এক খঞ্জর কষ্ট পাচ্ছি আমি যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছি রক্ত ঝরছে রক্ত ঝরছে, নুয়ে পড়ছি কাঁদছি আমি 'মানবতা, কোথায় তুমি?' কেন ঘুরিয়ে নিয়েছো মুখ? কেন তাকিয়ে আছো অন্যদিকে? এখানে আমি গাজার কানাগলির পথে পথে হতাশায় মুষরে পড়ছি কোথায় তুমি, মানবতা? তাকাও এদিকে দ্যাখো আমাকে আমি এখানে গাজার কানাগলির পথে পথে হা-হুতাশ করছি যন্ত্রণায় কুঁকরে যাচ্ছি কাঁদছি মানবতা, অনেক হলো, মুখ ঘুরিয়ে আছো অন্যদিকে! ঘুরিয়ে নিয়েছো শ্রবণরোহিত কান অন্ধ চোখ যখন আমি বিপন্ন, আর আহ! বেচারী শিশুটি আমার মরে যাচ্ছে ______

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.