আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনের শিশুদের জন্য কান্না....

ধর্মান্ধ মুমিন বান্দাদের লন্ডভন্ড করব ! বিশ্বদানব..... তুমি যুদ্ধের নামে ,জঙ্গী দমনের নামে ফুলের কুঁড়ির মত শিশুদের হত্যা করছ....! তুমি যদি সত্যিই জঙ্গী দমন করতে তবে আল কায়দা সৃষ্টি করতে না.... বিশ্বব্যাপী রক্তপাত অব্যাহত রাখা ইসলামী জঙ্গীদের অফুরন্ত অর্থ আর অস্ত্র সরবরাহ করতে না...... তোমরা যদি ইসলাম বিদ্বেষী হতে তবে পৃথিবীর জঘন্যতম রাষ্ট্র সৌদি আরব আর পাকিস্তান তোমার প্রিয় বন্ধু হতো না..... তুমি যদি শান্তিকামী হতে তবে তোমার মারণাস্ত্রের আঘাতে অবুঝ শিশুর বীভত্‍স বিকৃত দেহ আমাদের দেখতে হতো না...... তুমি কি জান হাজার মাইলের ব্যাবধানে বসে সেই শিশুগুলির ছবি দেখে আমাদের চোখ জলে ভিজে যায়..... ইচ্ছে করে তীব্র আঘাতে লন্ডভন্ড করে দেই তোমায়....!! কিন্তু হায় , নিস্ফলা আক্রোশে শুধু রাজপথে উন্মাদ হই প্রতিবাদে...... সে প্রতিবাদের ভাষা কখনই প্রতিধ্বনিত হয়না তোমার প্রাসাদে.....কারণ আমার রাষ্ট্র যে তোমার দাস.... আমার মিডিয়া যে তোমার পা চাটা কুকুর...!! আমি এমন এক দেশের নাগরিক হিসাবে তোমায় বলছি ; যে দেশের রত্নভান্ডার তোমার দেশে পাচার হয় , আর তারপর....? তোমার ভিক্ষার টাকায় চলে সেদেশের রাষ্ট্রযন্ত্র ! তোমার প্রেসক্রিপশনে যে দেশে শিক্ষা পরিণত হচ্ছে বড়লোক আর লম্পটদের বিলাসপন্যে..... যে দেশে ধর্মান্ধ মৌলবাদীরা বারবার কেড়ে নেয় আমাদের জীবন....! তুমি তাদের অর্থ দাও , অস্ত্র দাও , ক্ষমতা দাও , তাদের সাথে আমাদের আপোস করতে বল ! এখনও কি বলবে তুমি শান্তিকামী ? তুমি সন্ত্রাসবিরোধী ? তুমি জঙ্গিবিরোধী ? কখনই নয় ! পৃথিবীজুড়ে অশান্তির আগুন জ্বালিয়ে রাখাতেই তোমার শান্তি ! নিরীহ মানুষের রক্তে হাত রাঙ্গানোই তোমার শান্তি ! ক্ষুধার্ত মানুষের সর্বস্ব কেড়ে নেয়াতেই তোমার শান্তি ! টিভিতে শিশুদের বীভত্‍স লাশ দেখতে দেখতে ডিনার করাই তোমার শান্তি ! তুমি মার্কিন সাম্রাজ্রবাদ । তোমার ধ্বংস অনিবার্য । বিশ্বের সকল শোষিত একদিন রুখে দিবে তোমায় ! সেদিন কয়জনকে পারবে ছিঁড়তে তোমার নখের আঁচড়ে ? (বিশ্বদানবের থাবায় ক্ষতবিক্ষত ফিলিস্তিনের শিশুদের জন্য এই আমার চোখের জল ; আমার কান্না... )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.