আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনের নতুন আশাঃ চাক হেগেল

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই মার্কিন রাজনিতিতে ইসরায়েল সবসময় একটি আদর ও প্রশ্রয়ের নাম। তারা সবসময় ইসরায়েলের লেজ ধরে বসে থাকে। হউক তা যৌক্তিক অথবা অযৌক্তিক। কিন্তু বারাক ওবামার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চাক হেগেলের নাম এ ক্ষেত্রে বেমানান। এবং তা আটকানোর জন্য ইহুদি লবি জোর প্রচেষ্টা চালাচ্ছে।

তারা সফল হয় কিনা তা সময়ই বলে দিবে। চাক হেগেল প্রকৃতই একজন যুক্তিবাদী মানুষ। ইরানের বিরুদ্ধে অযৌক্তিক নিষেধাজ্ঞার বিলে তিনি সই করেননি। ইহুদি লবিকে তিনি জোর গলায় বলেছিলেন তিনি ইসরায়েল নয় মার্কিন সিনেটর। তিনি ইরাক যুদ্ধের বিরোধি ছিলেন এবং জোর গলায় তার প্রতিবাদ করেছিলেন।

রিপাবলিকান হওয়া সত্তেও তিনি অনেকটা উদার। এত সব হিসাব নিকাশের পর আশা করা যায় চাক হেগেলের নিয়োগ ফিলিস্তিনিদের জন্য কিছুটা হলেও স্বস্থি বয়ে আনবে। তিনি তার পূর্বসূরিদের মত ইসরায়েলের সকল অন্যায়ে সমর্থন দেবেন না এটা আশা করাটা দুষের কিছু নয় । মুসলিম বিশ্বের জন্য কিছুটা হলেও স্বস্থি নিয়ে আসতে পারেন চাক হেগেল। বিশ্ববাসী আর নতুন কোন যুদ্ধ চায় না।

পৃথিবীর প্রতিটি প্রান্তে শান্তির সুবাতাস ছড়িয়ে পরুক এটিই সকলের প্রত্যাশা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.