আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশর্ত মুক্তি মানে কি??? আমাদের সবার বাপ, ভাই যদি ভালই হতো তবে দূর্নীতি করে কে????

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ দুর্নিতীর চড়ম শিখরে পৌছা এই জাতীর কে যে অপরাধী আর কে যে অপরাধী না, সেটা কি করে বলি? আমাদের সবার বাপ, ভাই যদি ভালই হতো তবে দূর্নীতি করে কে??????????????????????? আমাদের দেশে কোন নেতা কিংবা কোন বড় পার্সন মানে যার গায়ে জোড় আছে, তাদের পুলিশ আটকালেই মিছিল বের হয়, পত্রিকায় লেখা লেখি হয়, ব্লগে ঝড় উঠে যে অমুক ভাইয়ের নিঃশ্বর্ত মুক্তি চাই। এটা কি ন্যায়ের কথা হলো?????????????? একজন ব্যাক্তির ব্যাপারে সরকার কিংবা পুলিশ প্রশাষন কিংবা সিআইডির নিকটতো অভিযোগও থাকতে পারে, যা হয়ত আমরা জানি না। হয়ত সে প্রকৃত পক্ষেই একজন অপরাধী, কিন্তু আমরা জানি না। তাহলে কেন পুলিশ আটকালেই আমরা বলি, অমুকের নিঃশ্বর্ত মুক্তি চাই।

আমরা কি কথাটা অন্য ভাবে বলতে পারি না যে, ''অমুক ভাইয়ের নামে অভিযোগ গুলো দ্রুত জানতে চাই, বা তার বিরুদ্ধে আনিত অভিযোগের শাক্ষ ও প্রমান চাই। বা এইরকম অন্য কিছু। আসলে, আমার ভাই বা আত্নিয়স্বজন হলেই কেন যেন আমরা একটু সেলফিস সেলফিস হয়ে যাই, মনে করি সে নিরাপরাধ। তাদের ছোটখাট অপরাধ গুলো জানা সত্বেও অনেক সময় সেগুলো পাত্না দেই না, কিন্তু সেটা অন্যের বেলায় হলে তার দ্রুত বিচার দাবি করি। আমাদের কি এখান থেকে বের হয়ে আসা উচিৎ না? দুর্নিতীর চড়ম শিখরে পৌছা এই জাতীর কে যে অপরাধী আর কে যে অপরাধী না, সেটা কি করে বলি? আমাদের সবার বাপ, ভাই যদি ভালই হতো তবে দূর্নীতি করে কে???????????????????????????? অপরাধী যেই হোক, সমান বিচার চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.