আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশর্ত আব্দার

লিলিপুটরা বড়ো হবে। এই আশায় দলা পাকানো কাগজ খুলে আবার ব্যবচ্ছেদকরণে বিশ্বাসী আমি। যদিও কাগুজে বৃত্তান্ত যা বলে অতটা খারাপ আমি নই।

সদ্গতি কার মুখের আঁচল সন্দেহ তার চোখের কাজল, হারায় শশী ডুবে সেথায় পদ্মরাগে মুখটা লুকায়। ক্লান্তিভরা পথের শেষে ঘুমায় কবি ঘুমায়।

সৃষ্টিহীন রাত পেরোলে অলস সকাল পোহায়। পেরিয়ে যায় চোরাবালি পাল তোলা নৌকা। ঊনস্রোতে আলগা সময় অস্তমিত শঙ্কা। উদাস তোমার প্রাণের আসর, উদাস তোমার মনটা, একটু আগেই ছিলে ভাল এখন কেনো ঘোমটা? দেখবে যদি নাই আমায়, বলে দিলেই পারো। বলছি আগেও বলি আবার এসব ঢং ছাড়ো।

জানি এবার কপট রাগ দেখব তোমার মুখে, কবির তাতে খেদ মোটে নেই, টানছে বিড়ি সুখে। কপালচেরা সুখ যে তোমার ছন্নছাড়া প্রাণ। এই বিজনে আজকে চলুক সৃষ্টিহারার গান। প্রণমি তোমায় প্রাণ। লক্ষ কোটি প্রণাম নৌকোয় পৌঁছে দিলাম



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.