আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাফিক এক্সেঞ্জ সাইট, অনলাইন ইনকামের নতুন দিগন্ত

Nothing to say................ Scam স্ক্যাম sপিটিসি পেছনে অনেক ছোটাছুটির পর অবশেষে অনলাইন ইনকামের স্ট্যাবল একটা stable উপায় খুজে পেলাম। all inঅল ইন ওয়ান one!! এটা করলে আপনি একই সাথে অনেক ভাবে ইনকাম করতে পারবেন। কিভাবে? একটু মন দিয়ে পড়ুন। ট্রাফিক এক্সেঞ্জ সাইটের প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার সাইটের ভিজিটর বাড়ানো। কিন্তু এখন এটা আপনাকে ভিজিটর এর পাশাপাশি নগদ টাকাও দিচ্ছে।

হ্যা। আপনি যখন সাইট সার্ফ করবেন তখনই ক্যাশ টাকা পাবেন। কত পাবেন এবং কিভাবে পাবেন তা নির্ভর করবে আপনি কি পরিমান সার্ফ করছেন, কোন সাইট সার্ফ করছেন, আপনার মেম্বরশীপ কি ধরনের ইত্যাদি বিষয়ের। মিনিমাম পে আউটও খুব বেশী না। আপনি যতক্ষন নেটএ থাকবেন, ফেসবুক বা অন্য অনলাইনে ইনকাম সাইটে, ততক্ষন এটার জন্য একটা ট্যাব tab খুলুন আর পাশাপাশি ক্লিক করুন।

রাতে ঘুমানোর আগে দেখবেন যে ভাল সংখ্যক সাইট সার্ফ করা হয়ে গেছে। এর জন্য আলাদা সময় বের করার দরকার নেই। কিছু সাইট আছে যেখানে আপনি পাবেন নিশ্চিত টাকা একটা নির্দিষ্ট সংখ্যক সাইট সার্ফ করার পর। নো প্রোব্যাবিলিটি, ইট ইস সিওর। কিছু সাইটে সার্ফ করার সময় প্রাইজ হিসাবে ক্যাশ টাকা পাবেন।

এ মাসে আমি অলরেডী ৩০ডলার মত ইনকামে করেছি ৪টা সাইট থেকে। এটা ছাড়া আরেকটা ভাল উপায় হল আপনার যদি ব্লগ সাইট থাকে। সেখানে থেকেও আপনি উপরি কিছু ইনকাম করতে পারবেন। এটা শুনে ভয় পাবার দরকার নেই। গুগল এডসেন্স ছাড়াও আরও কিছু advertiser সাইট আছে, যেটা adsense এর মত কমপ্লিকেটেডcomplicated ও না আবার approvedআপ্রোভ হতে লাগে মাত্র ৩ঘন্টা।

আপনার সাইটের এড গুলোতে ক্লিক করার দরকার নেই সাইট ভিজিটরদের। শুধু সাইট ভিজিট করলেই যথেষ্ট যা ট্রাফিক এক্সেঞ্জ সাইট এর মাধ্যমে খুব সহজেই সম্ভব। শুধু দরকার একটা ভাল কোয়ালিটি ব্লগ। এগুলো ছাড়াও আপনি এখানে অন্য পেইং সাইট প্রোমোট করে রেফারেল কালেক্ট করতে পারবেন easily. শুধু দরকার সার্ফ আর সার্ফ। নিচের সাইট গুলো ট্রাই করুন।

Clickfredtraffic প্রতি ৩০পেজ সার্ফ করলে নিশ্চিত ক্যাশ। 00 0500 Surf sumo Websitetraffichog Easyhits4u এডসেন্স এর বিকল্পঃ Smowtion Chitika AdMediaCenter ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।