আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাফিক জাম এবং কিছু প্রস্তাবনা

ট্রাফিক জাম বাংলাদেশের ঐতিহ্য হলেও গত কয়েকদিন ধরে তা গোদের উপর বিষফোড়া হিসেবে দেখা দিয়েছে। ভয়াবহ এই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য এই নাদানের কিছু প্রস্তাব আছে। যদিও আমার এই প্রস্তাব হয়তো দেশের নীতি নির্ধারকদের কারো চোখেই পড়বেনা তারপরেও যদি আমাদের মধ্য থেকে কেউ ভবিষ্যতের প্রধানমন্ত্রী হয় তাই লেখা। ১.ঢাকা থেকে প্রাইভেট কার কমাতে হবে। এর জন্য গাড়ীর আমদানী শুল্ক ৫০০% বাড়াতে হবে।

এতে নতুন গাড়ীর সংখ্যা কমে যাবে। আর যে সব গাড়ী ইতোমধ্যে ঢাকার রাস্তায় চলছে সেগুলোর জন্য বার্ষিক ৫ লক্ষ টাকা কর ধার্য করতে হবে। এতে রানিং গাড়ীর সংখ্যাও আস্তে আস্তে কমে যাবে। আর এই ঘাটতি এবং ক্রমবর্ধমান যানবাহনের চাহিদা মেটাতে প্রচুর বড় বাস নামাতে হবে। ২.রাস্তায় পার্কিং ১০০% বন্ধ করতে হবে।

এ ব্যাপারে কোন ছাড় দেয়া যাবেনা। পার্কিং সুবিধা ছাড়া কোন বড় অফিস, শপিং কমপ্লেক্স এর অনুমোদন দেয়া যাবেনা। ৩.আরো প্রচুর ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে। ৪.ড্রাইভারদের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে আরো কড়াকড়ি করতে হবে। ৫.মন্ত্রী, প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিআইপিদের রাস্তা বন্ধ করে চলাচল বন্ধ করতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।