আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাফিক পুলিশের ফুটপাথ দখল

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।

ফুটপাথ তো অনেকেই দখল করে। হকাররা দোকান দেয়, ভিক্ষুক ভিক্ষা করে। অনেকেই গাড়ী পার্কিং করে। বাইকের স্মার্ট আরোহীরা জ্যাম এড়াতে ফুটপাথের উপর দিয়ে বাইক চালান।

পায়ে হাঁটার জন্যে তৈরী এই “ফুটপাথে” হাটার পরিবেশ আছে কিনা সেটাও দেখার কেউ নেই। রাস্তার এই বিষয় গুলো পুলিশ বা ট্রাফিক পুলিশের দেখার কথা বলেই মনে হয়। এবার খোদ ট্রাফিক পুলিশ-ই ফুটপাথ দখল করে বসে আছে। গুলশান-এক নম্বরে (চৌরাস্তায়, আইসিবি ইসলামী ব্যাঙ্কের সামনে) ফুটপাথ দখল করে থাই-এলুমিনিয়াম দিয়ে তৈরী হয়েছে ট্রাফিক পুলিশের ঘর। বাইরে চকচকে বিডিনিউজের বিজ্ঞাপনের মোড়ক দিয়ে ঘিরা।

দেখতে ভালোই লাগে। সমস্যা হচ্ছে পথচারীদের ফুটপাথ ধরে হেটে যাবার উপায় নেই, ঐ যায়গা টুকু রাস্তায় নেমে যানবাহনের সাথে পাল্লা দিয়ে হাঁটতে হবে। এটি যে পথচারীদের জন্যে বিরাট বিড়ম্বনার বিষয় তাই নয়, নিরাপত্তার দৃষ্টিতে যথেষ্ট ঝুঁকিপূর্ণ। অবশ্য আমাদের জীবন ঝুকিমুক্তই বা ছিল কবে? হাটলে গাড়ী চাপা, পানি খেলে আর্সেনিক, মাছে ফরমালিন, গার্মেন্ট শ্রমিক হলে পুলিশের গুলি, কোন সন্ত্রাসীর সাঁথে নাম মিলে গেলে ক্রস্ফায়ার-----আরো কত শত ঝুঁকি নিয়ে যাদের নিত্য বসবাস, তাদের এই ঝুকি তো নেহায়েত নস্যি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।