আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় সত্য

মাওলানা আবুল কালাম আজাদ সাহেব এক সংক্ষিপ্ত সফরে বৃটেন এসেছিলেন এবং একটি ওয়াজ মাহফিলে আমন্ত্রিত হয়ে কভেন্ট্রিতেও তশরীফ এনেছিলেন। সৌভাগ্যক্রমে এক ঘরোয়া আলোচনায় তার সান্নিধ্য পেয়েছিলাম। তাকে দেখার আগে আমার মনে একটি ধারনা ছিল যে, বাংলাদেশ টেভিভিশন এর ভাষ্যকার ছিলেন, না জানি তিনি কত ব্যক্তিত্বের অধিকারী হবেন। কিন্তু সাক্ষাতের পর আমার সে ধারণা ভুল বলে প্রমাণিত হল। একদম সাদামাটা নিরংকারী ও মিষ্টিভাষী।

এই মাওলানা সাদরে অভ্যর্থনা জানালেন। পরিচয় পর্ব শেষে তাহার বৃটেন সফরের মিশন ব্যাপারে বিস্তারিত আলোচনা করলেন এবং এ ও বললেন যে তিনি মসজিদ মিশন নামের একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত। তাহার কাজের বর্ণনা শুনে মনে হল তিনি একটি অসাধ্য ও দুঃসাহসিক কাজ করছেন। তাহার মুখে মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সফলতা শুনে বেশ আনন্দ পেলাম। কেননা বর্তমান সময়ে মসজিদের ইমাম সাহেবদের মূল্যায়ন হয় না।

বেচারা ইমাম মসজিদ কমিটির কাছে অসহায় ও করুণার প্রার্থী হয়। কোন কিছু বললেও বিপদ না বললেও বিপদ। এই দু’টো বিপদে আপদের মতো অবস্থান হয়। এই দেশেই দেখতে পাই যে অবস্থা তা দেখে বাংলাদেশের ঈমামদের কি হাল তা সহজেই অনুমেয়। যে প্রবাসীরা চাঁদার মাধ্যেমে মসজিদ মাদ্রাসার ব্যয় অনেক ক্ষেত্রে মিটিয়ে থাকেন সেখানে শ্রদ্ধেয় ঈমাম সাহেবদের বেতন এতোই অল্প যে নুন আনতে পান্তা ফুরায়।

যাই হোক মাওলানা এ কে আজাদ সাহেবকে জিজ্ঞাসা করলাম যেখানে ঈমামদের নিয়ে সমাজ বলা হয়। যার নাই কোন গতি সে করে ঈমামতি। সেখানে এই অসাধ্য সাধন করলেন কি করে? তিনি বললেন দেখুন- প্রথমতঃ আমরা যোগ্য লোকদের দ্বারা ভালো করে প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে তুলি। তারপরে ধাপে ধাপে সমাজ কল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করি। যোগ্যতা অর্জন না করে এসব কাজ করা যায় না।

তাই আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করি। শিক্ষা অর্জনই যোগ্যতার মাপাকাঠি নয়। সে জন্যই মসজিদ মিশন এই প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। আর এ ভাবেই আল্লাহর অসংখ্য মেহেরবাণীতে বাংলাদেশে মসজিদ মিশন একটি সুবিশাল কর্মী বাহিনী তৈরী করেছে। যার দরুণ বর্তমানে আমরা সমাজ সেবায় নিয়োজিত রয়েছি।

যেহেতু আমরা মুসলমান তাই আমাদের ধর্ম ও মূল্যবোধ টিকিয়ে রাখতে আমরা অধিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান যে ভাবে অন্য ধর্মের ছন্দাবরণে সেবা চালিয়ে যাচ্ছে তাহাতে মুসলমান হয়ে আমরা শঙ্কিত না হয়ে পারি না। যদিও আমরা অনেক দেরীতে কাজ শুরু করেছি তবুও ব্যাপক সাড়া পাচ্ছি। যদি এভাবে আগামী ১০ বৎসর সকলের সহযোগীতা অব্যহত থাকে তাহলে যারা বিদেশী সাহায্য ও স্বার্থ নিয়ে প্রিয় বাংলাদেশে সেবা কর্ম চালিয়ে যাচ্ছেন তাদের বলে দিতে পারবো ’উই আর নো লংগার রিকোয়ার ইয়র সার্ভিস’। তাঁর প্রত্যেকটি কথার মধ্যে যুক্তি ও সাফল্যের প্রতিচ্ছবি দেখছিলাম বলে মনে হল।

যদিও ইসলাম রাজনীতি বহিঃভূত কোন ধর্ম নয় তবুও জিজ্ঞাসা করলাম মসজিদ মিশন কি কোন রাজনৈতিক কর্মকান্ডে জড়িত বা কোন দলের লেজুর বৃত্তি করে। জবাবে তিনি প্রথমোক্ত কথাটি বললেন , দেখুন ইসলাম রাজনীতি বহিঃভুত নয়। তথাপি মসজিদ মিশন একটি অরাজনৈতিক সেবামূলক সংস্থা। যার কাজই সমাজের সর্বস্তরে সঠিক শিক্ষা ও সমাজের প্রত্যেকটি লোককে সাবলম্বি করে তোলা। এ জন্য আপনারা প্রবাসীরা সাহায্য ও সহযোগীতার প্রয়োজন।

শুধু টাকাই প্রয়োজন নয়, বিভিন্ন দ্রব্য সামগ্রীরও প্রয়োজন। যেমন- আপনারা চাইলে আপনার ব্যবহৃত কাপড় পাঠাতে পারে। তা দিয়ে আমরা ভালোভাবে লন্ডী করে প্রচন্ড ঠান্ডার সময় গরীব দুঃখী মানুষদের কাছে বিতরণ করবো। এভাবে অনেক কিছু দিয়ে দেশের নির্যাতিত নীপিড়িত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে পারেন। এসব কথা যখন বলছিলাম তখন মন চলে গিয়েছিল ৯/১০ বৎসর আগে দেখা জন্মভুমি বাংলাদেশের দুঃখী মানুষের কাছে।

যেখানে প্রচন্ড ঠান্ডায় কাপড়ের অভাবে রাস্তার পাশে ঘর-বাড়ী বিহীন আদম সন্তান চটের বস্তা গায়ে জড়িয়ে কাঁপছে আর কাঁপছে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন কত কোটিপতি লক্ষপতিরা গাড়ীতে চড়ে, রিক্সা দিয়ে আমুদ ফুর্তিতে চলাচল করছে। তখন রাস্তার পার্শ্বে দাড়িয়ে ভাবতাম বিত্ত্বের প্রাচুর্য কত নিকৃষ্ট। আর গরীবের অসহায়ের মত আর্জি কত মহৎ। ঠান্ডার কম্পনে এটাই যেন বলছে ঐ যে ধনী শোন, তোমার ঐ পাহাড় সম বিত্ত্ব ও শরীরের বাহারী চিত্র রবে না কো চিরকাল।

- যদিও থাকে যাবে নাকো সঙ্গে, সেদিন তুমিও যাবে খালি হাতে। ভাবছিলাম এ সব কথা বলছি না দেখে মাওলানা সাহেব বললেন, কোন উদ্যেগ নিবেন না কি? আপনাদের মত যুবকরাই তো এ সবে মানায়। উত্তরে বললাম, আছেন কি কেউ নিঃস্বার্থভাবে এগিয়ে আসবেন সাহায্যার্তে। তা হলে যোগাযোগ করুন-০৭৯৫৬ ৩৪৩ ৮৫৭। রচনাকাল-১৯৯৭ পুরনো লিখা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।