আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় সত্য

স্বপ্ন দেখে যেতে চাই আমৃত্যু ... ! হোক না সে দুঃস্বপ্ন ... ! ক্ষতি কি ... ! সত্য নাকি সুন্দর। সত্য নাকি আলোর অপর পিঠ । সত্য সুন্দর , আলো ঝিকিমিকি শুভ্র সাদা বরফ রূপি হলেও সবসময় তা সুন্দরের বার্তা নিয়ে আমাদের জীবনে আসেনা। মাঝেমাঝে বড় নোংরা হয়ে সে আমাদের জীবনের চলার পথে বাধা হয়ে দাড়ায় । তবে সত্যগুলো সবসময় যে নোংরা হতে হবে তা নয়।

আমরা যারা মানুষ বলে নিজেদেরকে জাহির করি, দেখা যায় প্রতিনিয়ত এমন কিছু নোংরা সত্যকে হৃদয়ের মধ্যে পুষে নিয়ে জীবন কাটিয়ে দেই । যা আলোর মাঝে এলে আমাদের চারপাশটা বড় নোংরা করে দেবে। এই ভয়েই হয়তবা নোংরাগুলোকে বুকের মধ্যে আমরা পুষে রাখি। দেখতে দেখতে হৃদয়ের মধ্যে আবর্জনার একটা স্তূপ জমে ওঠে। যে হৃদয়ে ভালোবাসা ধারণ করা উচিত সেখানেই আমরা পচা গলা আবর্জনা জমা করতে থাকি দিনের পর দিন।

এ এক অদ্ভুত সমঝোতা । সমঝোতা করতে করতে আমরা হাপিয়ে উঠি। তবুও থামিনা। নিজের সাথে নিজে কতক্ষণ থাকি ? কতক্ষণ একান্তে নিজেকে নিয়ে ভাবি? ভাবতে যে আমরা ভয় পাই। ভাবনা আর বিবেকের হাত থেকে রেহাই পেতে আমরা সবসময় তটস্থ হয়ে থাকি।

উল্টা পাল্টা কাজে বাস্ত হয়ে পড়ি। বিনোদনের নামে আমরা ভাবনা আর বিবেকের বোঝাপড়া থেকে নিজেকে ফাঁকি দিয়ে চলি। ফাঁকি দিতে চাই। নিজেরাই নিজেদেরকে ফাঁকিতে ফেলি । এ যেন সেই হাইড এন্ড সিক খেলার মতো।

সমুদ্র তটে জলের খুব কাছেই প্রিয়জনের নাম লিখি। যদিও জানি এক্ষুনি একঝলক ঢেউ এসে সব মুছে দিয়ে যাবে। কপট কষ্ট নিয়ে মুছে যাওয়া নামটির দিকে তাকিয়ে থাকি আর কখনো মনেমনে কখনো মুখে মুখে ঢেউটাকে অভিশাপ দিতে থাকি। যদিও অবচেতন মনে ঢেউটা এসে সব ধুয়ে মুছে দিয়ে যাক এটাই চাইছিলাম। ।

যদিও শুরুতেই জানা ছিল এমনটি হবে । তারপরও আভিনয় করে যাই নিজের সাথে। তারপরও নিজেকে নিজে ভুলিয়ে রাখি অপ্রয়োজনীয় কাজে। এ এক অদ্ভুত খেলা । এ এক অদ্ভুত বোঝাপড়া নিজের সঙ্গে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।