আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় সত্য

যখন আমায় ডাক পাঠাবে ওপার ফিরে যাবার, কি করে বলি আসবো আমি আবার ? আমার স্মৃতি থাকবে পড়ে ছায়ার মতো এ ঘর ও বারান্দা জুড়ে, মন খারাপের ছবি আঁকবে কিছু দিন, তার পরেতে দূরে | অতি যত্নে রাখলে তুলে কাঁটবে পোকা, অবহেলায় ধূলো; কতোহ্মণ আর পারবে মনে রাখতে স্মৃতিগুলো | সত্য কে আর অস্বীকার করবে কি দিয়ে ? ভুলে তো যাবেই; মলিন হবে স্মৃতি, অনুরাগ; তার চেয়ে হৃদয়ে দাগ কেঁটে রাখো ওটা হৃদয়েই লুকানো থাক| যদি কোন সুসময়ে ঘটে তার অপ্রয়োজনীয় আবির্ভাব ঠোঁটের কোনের হাসি হঠাত্ ই মিলিয়ে যায় ফিরে আসে হারানো স্মৃতিময় কোন অন্ধকার রাত | ভুলবুঝে কষ্ট পেয়োনা, ভেবোনা এটা মনে হয় স্রষ্টার ই শাপ |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।