আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় সত্য :

আমি খুব সাধারণ

১। আপনার মন পরিষ্কার হলে মানুষ আপনাকে বোকা ভাববে এবং সেই মানব সমাজে আপনর কোনো দাম থাকবে না ....আপনি নিতান্তই একটা তেজপাতা। ২। আপনি নিজে কারো সাথে কথা বললে মানুষ ভাববে আপনার সমস্যা আছে আর কথা না বললে বলবে ভাব ,অহংকার। ৩।

মিথ্যাবাদী এবং অহংকারী মানুষের সাথে কোথায় বা কর্মে সৎ মানুষেরা কিছুতেই পেরে উঠে না। ৪। লোভ মানুষকে নিচে নামতে সাহায্য করে। ৫। আমরা অন্যকে অপমান করতে অনেক বেশি মাত্রায় পছন্দ করি এটাকে আমরা মজা বলে চালাই আর নিজের বেলায় মারতে আসি।

৬। আমরা ভালো কথা মাইক দিয়ে বললেও শুনিনা কিন্তু অন্যের দুর্নাম ফিসফিস করে বললেও শোনার জন্য ব্যাকুল হই। ৭। সুন্দরীরা তাদের সৌন্দর্য নিয়ে অহংকারের সময় একবারও ভাবে না অহংকার করা ঠিক না। ৮।

আমরা কারো ক্ষতি করার সময় ভাবিনা একদিন আমার সাথেও এমনটা হতে পারে। ৯। মানুষের ভদ্রতাকে আমরা তার দুর্বলতা এবং unsmartness ভাবি। ১০। আমরা অন্যের সাথে মিশতে গেলে স্টেটাস দেখি কিন্তু নিজের স্টেটাস টা একবারও যাচাই করে দেখিনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।