আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় কথা।

আপনাদের কারো খারাপ লাগলে আমার কিছু করার নাই। চোখ বন্ধ করে ইসলামী ব্যাংক, বায়োফার্মা, ইবনে সিনা বন্ধ করে দেয়ার তোড়জোড় আমি সমর্থন করতে পারিনা। রাজাকারের ফাঁসি চাই, জামাত শিবির নিষিদ্ধ হোক। বাংলার মাটিতে এদের অস্তিত্ত্বের অধিকার নেই। তবে এমন অনেক পরিবার আছে, যাদের সমস্ত সঞ্চিত টাকা ইসলামী ব্যাংকে রাখা আছে।

ধর্মীয় বিশ্বাস থেকে তারা প্রচলিত ব্যাংকিং ছেড়ে ইসলামী ব্যাংকিং বেছে নিয়েছেন। এমন অনেক পরিবার আছে, যাদের সংসারের একমাত্র রোজগার করা ব্যক্তিটি বায়োফার্মাতে চাকরী করেন। এতো ভেজালের কিছু না। সরকার যদি ব্যাপারটা গুরুত্বের সাথে নেয়, খালি জামাত-শিবির নিষিদ্ধ করে এর মাথাগুলার ব্যাঙ্ক একাউন্ট Freeze করে দিক। কোম্পানিগুলোতে এদের Ownership সরকার নিজে নিয়ে নিক।

বায়োফার্মা, ইবনে সিনা বা ইসলামী ব্যাংক; এদের সব Shareholder, Employee বা Depositor রাজাকার বা পাকিস্তানী না। এদের জীবন নষ্ট করে লাভ কি? পূনর্বাসনের ব্যবস্থা না রেখে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া সমীচীন হবে কি? বাংলাদেশের মাটিতে এরা শেকড় গজিয়ে বসেছে। গায়ে পচন ধরানোর সুযোগটা আমরাই দিয়েছি। এখন আমরা হাতটাই কেটে ফেলতে পারিনা। পচন সারানোর ব্যবস্থা করতে হবে।

আমরা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিতে পারি, ভাংচুর করে শেষ করে দিতে পারি, এতে কোন সন্দেহ নাই। কিন্তু সুষ্ঠু সমাধান করতে পারে সরকার, আমাদের সেইখানে চাপ প্রয়োগ করতে হবে। এইটা একটু কঠিন, কিন্তু সম্ভব। উপরের কথাগুলো শুধু আমার মাথায়ই এসেছে আমি বিশ্বাস করিনা। আরো অনেকেই হয়তো ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন।

আমি যদি কোথাও ভুল করে থাকি, আমাকে বোঝান। এর চেয়ে যদি ভালো কোন সমাধান থাকে, জানান। সবচেয়ে খারাপ হবে যখন জামাত শিবির এই ব্যাপারটাকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করা শুরু করবে। এদের পক্ষে সম্ভব, এরা ধর্মকেও ঢাল হিসেবে ব্যবহার করে অভ্যস্ত। আমাদের আর কোন ক্ষতি করার সুযোগ না দিয়েই এদের মূল উৎপাটন করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।