আমাদের কথা খুঁজে নিন

   

খোলা আকাশ ....

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

খোলা আকাশ নিয়ে ব্লগে খুশবু(ভাই না বোন আমি জানিনা, ভাই হলে নামের পর ভাই এবং বোন হলে আপু সংযোজিত হবে....আর বয়স যদি 40এর বেশি হয় তাহলে আঙ্কেল বা আন্টি হবে)র লেখাটা দেখেই মনে পড়লো..প্রথম যেদিন আকাশ ছুয়েছিলাম... মেঘের সাড়িতে হেটেছিলাম.... জীবনের সব আনন্দ যেনো আমাকে একাই পেয়ে বসেছিলো সেদিন। হাতে ইন্ডিয়ান ব্লু লেগন (সম্ভবত) ব্রান্ডের বোতলের পানীয় শেষ করে দিয়েছিলাম প্রায় কয়েক মিনিটের মধ্যেই। মেঘের রাজ্যে ভাসার এই মুহুর্তটি আমার জীবনে প্রথম এসেছিলো 99 সালে। দার্জিলিং যাবার সময়। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্মান তৃতীয় বর্ষের ছাত্র।

দল বেধে দার্জিলিং যাচ্ছি। শিলিগুড়ি থেকে আমাদের বাসটা ছাড়ার প্রায় এক ঘন্টারও পর মেঘের দেখা পেলাম। ড্রাইভারকে আগেই বলে রাখা ছিলো যেখানে মেঘ ছুব..আকাশ ছুব সেখানেই উৎসব হবে। মেঘ দেখা মাত্রই পানীয়র বোতলের ছিপি খুলে ফেললাম। বাস থামলো।

সাদা মেঘে নামলাম। দশ মিনিটের মধ্যে বোতল শেষ। চারদিকে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা। আর আমরা প্রায় খালি গায়ে দাপিয়ে বেড়ালাম উচু পাহাড়ে আকাশের সীমানায়। জীবনের প্রথম মেঘ আর আকাশ ছোয়ার সেই আনন্দ এখনো অনুভব করি।

এরপরে যতবার ভারত আর নেপালে গিয়েছি... পর্বত দেখেছি.. মেঘ ছুয়েছি ততবারই মনে পড়েছে প্রথমবারের সেই খোলা আকাশ ছোয়ার মধুক্ষনটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।