আমাদের কথা খুঁজে নিন

   

খোলা চিঠ........

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

আজ বৃষ্টি হচ্ছে রিম ঝিম বৃষ্ট, এমনো দিনে নন্দিতা তোমার পূজোর মন্ডবে আকাশ ভরা নীল দিলুম তোমায়, অযাচিত নয় , অমূলক কোন ভাবনা থেকেও নয়, নয় কোন প্রতাশায় ।ফিরে আসার এ জন্‌মে প্রতীক্ষিত মহু্র্তগুলো বির্সজন দিয়েছি সেই কবে, বয়সের ভারে নূয়ে পড়েছে ক্যাকটাস সযত্নে যার সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছ, জানালার ফাকেঁ ফিরে আসার প্রতিক্ষায় রোজ বসে থাকে স্মৃতিরা, ঝিঙ্গে ফুল ফিকে হয়ে গেছে, ঝিঙ্গে গাছের টাল ভেঙ্গে ফেলবো বলে ভেবেছি, বাড়ির পাশের পুকুর ঘাটের কদম গাছটি বিক্রি করে দিয়েছি, তোমার আদরের ময়না আর টিয়ার নিত্যদিনের ঝগড়ায় এ বাড়ির সবায় অতিষ্ঠ প্রায়,তোমার পোষা বিড়ালটি কে এ বাড়িতে এখন আর দেখা যায়না , হঠাৎ হঠাৎ আসে তোমার খোজে, জরিনার মায় সব সময় বিমর্ষ থাকে, কারো সাথে তেমন কথা বলেনা, প্রতি রাতে তোমাকে ফিরিয়ে আনার দাবি তুলে, আমার ভালোবাসাগুলো তোমার লাগিয়া বিদ্রোহ করে, জয়না বুবু এখনো তোমাকে খূব ভালোবাসে আর আমাকে কপাল পোড়া ভাবে, প্রতিমহু্র্ত নিসঙ্গতার দোলায় দুল খেতে খেতে ভবিষতকে স্বাগত জানায়।ভেঙ্গে চূড়ে নিজের অজান্তে খুব জানতে ইচ্ছে করে নন্দিতা কি করছো এখন কেমন করে কাটছে তোমার দিন....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।