আমাদের কথা খুঁজে নিন

   

খোলা চিঠি

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

*** ব্লগার নাজলা'র এক আবেগঘন পোস্টে একটু অন্যরকম মন্তব্য করতে গিয়ে শেষ পর্যন্ত একটা খোলা চিঠিই লিখে ফেললাম বেশ কিছুদিন আগে। সামান্য পরিমার্জিতরূপে সেই মন্তব্যটিই পোস্ট আকারে দিলাম। *** কোন এক অজানা, অচেনা অনি'কে বলছি, মেঘমালার চিঠিখানা পড়ে নিও অনি; ওতে রাজ্যের আহ্লাদ উপচে পড়ে। মেয়েটার ছেলিমি কথার ভিড়ে কি ভীষণ মমতা তোমার জন্য! কারো ব্যক্তিগত চিঠি যদিও পড়তে নেই; তবু আমরা সেই খোলা চিঠিটা পড়ে ফেলি, শব্দ পিয়াসী পাঠক যে! কত প্রশ্ন জাগে ! কে অনি আর কেইবা এই মেঘমালা? আবেগের সুতো কেটে কেটে আমরা অনুসন্ধিৎসু হয়ে উঠি। চিঠিটা অনি'র হাতে পৌঁছলো কি না সে ভাবনা গ্রাস করে না।

আমরা অনি-মেঘমালার সম্পর্কের খুঁটিনাটি নিয়ে মাতি। আচ্ছা, কেউ এভাবেও ভালবাসে! আর কেউ বুঝি এভাবেও নির্লিপ্ত থাকে! কে জানে ! কে জানে! মেঘমালা কি সাহসী দেখেছো! এতো পেলব-কোমল শব্দগুলোকে লুকিয়ে রাখেনি লোকচক্ষুর আড়ালে। না কি তোমার ঠিকানাটা ওর জানা নেই বলে উড়িয়ে দিল ডায়েরীর পাতাগুলো? কে জানে ! কে জানে! এই হাই-টেক যুগে যেখানে মাইক্রো-সেকেন্ডে তড়িৎ-বার্তা পৌঁছে যায়, সেখানে আদ্দি কালের সেই চিঠি! খুব কি প্রয়োজন ছিল মেঘমালা'র, তোমাকে এভাবে বোকা বানানোর জনসম্মুক্ষে? না কি তোমার প্রবল ভাবলেশহীনতাই দূরত্ব বাড়ায়- যোজন যোজন। তুমি গণকযন্ত্রের মাঝে প্রকৃতি খোঁজো, মেঘমালা চিরাচরিত প্রকৃতির মাঝে তোমাকে! তোমাকে এতটুকু পালটে না দিতে মেয়েটা বদ্ধপরিকর। অথচ দেখো, সে নিজে ছুটে চলেছে অস্থিরতার সাথে পাল্লা দিয়ে।

আন্ত:র্জালে জড়াতে জড়াতে যদি কখনো হাতে পড়ে যায়, চিঠিটা মন দিয়ে পড়ে নিও অনি। ওটা বস্তুত অন্য কারো পড়া একদমই অনুচিৎ। ওখানে দাঁড়ি-কমা এমনকি প্রতিটি ভুল বানান কেবলই তোমার জন্য। না হয় তুমি আর মেঘমালা অচেনাই থাকলে পাঠকের কাছে। আমরা ভুলে যাবো অন্য কোন কাজের মাঝে, ব্যস্ততায় ডুবে যাবো দ্রুতই।

তবু হুট করে, নিছক নিষিদ্ধ কৌতুহলেই অনেক রসিক পাঠকের মত যখন পড়েই ফেলেছি চিঠিখানা, তাই সামান্য দ্বায়িত্ববোধ বুঝিবা তাড়া করে ফেরে। মেঘমালার মত আমরা পাঠকেরাও জানিনা কিভাবে পৌঁছবে ওটা তোমার হাতে। কখন তোমার চোখ ছুঁয়ে যাবে চিঠির পাতায় বোনা কালো হরফগুলোকে! খুব! খুব মনেপ্রাণে চাই, চিঠিটা তুমি পড়ো। চিঠিটা সত্যি সত্যি পড়ে নিও অনি। ওটা যেন তোমার কাছ থেকে হারিয়ে না যায়, নয়তো মেঘমালা জমাট বেঁধে অঝোরে ঝরে যাবে প্রগাঢ় অভিমানে।

চিঠিটা তোমার কাছে কিভাবে পৌঁছুবে জানিনা, সত্যিই জানিনা অনি। কেবল এক অলৌকিকতার প্রার্থনা করতে পারি। আরো প্রার্থনা করি, ইথারে ছড়িয়ে পড়ুক এ প্রার্থনা। ইতি, এক অনধিকারচর্চাকারী পাঠক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।