আমাদের কথা খুঁজে নিন

   

খোলা চিঠি-০০১



তোমাকে / আপনাকে বলছি, ইচ্ছে করলেই কি ভাল থাকা যায় ? নিজে সাবধান হলেই কি বেঁচে থাকা যায় ? সেদিন শাহবাগে যারা আগুনে পুড়ে মারা গেল, তারা সবাই সাবধানী ছিল । কেউ রাজনীতি করতো না, অযথা বাইরে বেরুতো না, মিছিল-মিটিং এর তো প্রশ্নই আসে না । ওরা বাঁচতে পারেনি । সেই ছেলেটি : বিশ্বজিৎ, বাঁচতে পেরেছে ? পারেনি । আমরা রক্তাক্ত বিশ্বজিৎকে দেখেছি ।

আসলে বিশ্বজিৎ কোন একক তরুন নয়: বিশ্বজিৎ একটি প্রজন্মের নাম আর জ্বলছি আমরা সবাই । এক সময় মনে হতো, রাজনীতি না করলে কোন সমস্যা নাই:রাজপথে মরতে হয় না। কিন্তু এখন দেখি, সে কথা ভুল । আমি চাই বা না চাই, আমি রাজনীতির অন্তর্ভুক্ত । সেদিন যে ছেলেটি মারা গেল সে মিছিলে আসেনি ; চা খেতে রাস্তায় এসেছিল।

একটি অপরিচিত গুলি তার মাথা ভেদ করে চিরতরে শুইয়ে দিয়েছে গরম রাজপথে । এ ক’দিনে শ’তিনেক মরেছে ...... আরো মরবে । পালিয়ে বাঁচার সুযোগ নেই । বিশ্বজিৎ পালাতে পারেনি, রবিন পারেনি, পারেনি আবু বকর ; পারবে না ছাপা্ন্ন হাজার বর্গমাইল । বাঁচার জন্য তাকে জাগতে হবে ................................................ রাজনীতিকে আর ঘৃণা নয় আসুন রাজনীতিকে ভালবেসে আঁকড়ে ধরি আর প্রতিরোধ করি ‘গদী দখল নিয়ে শাসক শ্রেণির নরযজ্ঞ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।