আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ আপনাদের যারা গত কালের "পুরুষ নিক নামের এক ভারতীয় দালালের উস্কানীমূলক মন্তব্যের বিপক্ষে জোড়ালো ও মূল্যবান মতামত প্রকাশ করেছন।

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি আমি শুরুতেই সেই সকল বিজ্ঞ ব্লগারদের সাধুবাদ জানাই যারা গত কাল "পুরুষ নিক নামের এক ভারতীয় দালালের উস্কানীমূলক মন্তব্যের বিপক্ষে জোড়ালো ও মূল্যবান মতামত প্রকাশ করেছন। পোস্টটির শিরোনাম ছিলোঃ তাহার মতে ভারতীয় সেনা সাহায্য না করিলে এখনও আমরা পদানত থাকিতাম পাক সেনার কাছে লিংকঃ Click This Link আমার বিশ্বাস তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং সংযত হয়েছেন। ভারতীয়দের উদার দৃষ্টিভঙ্গির অভাব যে রয়েছে এবং তারা যে তাদের পূর্ব পুরুষের বন্দে মাতরম এর অর্ন্তনিহিত আদর্শ থেকে অনেক দূরে সরে গেছেন তা তাদের সাম্প্রতিক কয়েকটি হটকারী সিদ্ধান্তে আমরা নিশ্চিত হয়েছি। অনেক প্রত্যাশিত তিস্তার পানি চুক্তি, ভারত থেকে বিদ্যুৎ আমদানী, বিনা নোটিশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ইস্যুতে তাদের ছোট মনের পরিচয় বাংলাদেশ পেয়েছে। আমাদের বিশ্বাস ছিলো মমতা ক্ষমতায় এলে আমাদের অনেক দিনের সমস্যাগুলোর সমাধাণ হবে।

কেননা তিনি বাঙ্গালী ও একজন মমতাময়ী নারী। তাই আমরা তার বিজযে আশান্বিত হয়ে তাকে আন্তরিক শুভেচছা জানিয়ে ছিলাম। কিন্তু তিনি আমাদের আশার গুড়ে বালি ছিটিয়েছেন। তা ছাড়া ইতিমধ্যে ভারতীয় প্রধাণন্ত্রী মনমোহনের সফর কালে হওয়া বাণিজ্য চুক্তিতে ভারতে বাংলাদেশের ৪৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলেও তা শেষ পর্যন্ত সম্ভব হবে কি না সে নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেশটির ব্যবসায়ীদের মহল থেকে সরকারের ওই সিদ্ধান্তে নেতিবাচক প্রতিক্রিয়া থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলেই ধারনা করা হচ্ছে।

অপরদিকে সম্পূর্ণৃ বিনা নোটিশে তাদের দেশে বাম্পার ফলন হওয়া সত্বেও সুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ বশতঃ সে দেশের সরকার বাংলাদেশীদের কষ্ট দেবার জন্য পেঁয়াজ রপ্তনি বন্ধ করে দেয়। এমন কি পূর্বের খোলা এলসির পেঁয়াজ ও পূর্ব নির্ধারিত দামে ছাড় করতে অস্বিকার করে। যা আন্তর্জাতিক বাণিজ্যনীতির পরিপন্থি। আমাদের দুঃভার্গ , দূর্বল পররাষ্ট্র নীতি ও নতজানু সরকারের কারনে আমরা এর প্রতিবাদ করতে পারিনাই। তবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করা তাদের জন্য বুমেরাং হয়ে দেখা দেয়।

যা আমার গত কালের পোস্টের মূল প্রতিপাদ্য ছিলো। শিরোনামঃ বাংলাদেশে পেঁয়াজ রফতানী বন্ধঃ বুমেরাং হলো ভারতের জন্য লিংকঃ Click This Link আমরা আশা করবো আর কোন ভারতীয় দালাল বা তাদের দোশররা এমন কোন মন্তব্য থেকে বিরত থাকবনে যাতে করে আমাদের চোয়াল শক্ত করতে না হয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.