আমাদের কথা খুঁজে নিন

   

ওখানে আঁধার, বড় সামুদ্রিক...

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে... প্রশ্ন-বোধ ভাগ্যাহত কিছু মানুষ আর অপরিসর জনপদ অথবা একদল উচুতলার মানুষ আর আলোকিত কোলাহল... তোমরা যখন প্রখর রোদজলা দিন গুলোতে নিয়ন্ত্রিত শীতাতপ উপভোগ করো ওরা তখন গলে পড়ে, নিয়ত ভেঙ্গে পড়ে অযত্নে গড়া অপ্রস্তুত ভাষ্কর্যের মত কি অর্থ আছে এসব অনর্থে? (জানো কি?) কি অর্থ আছে এসব পক্ষপাতিত্বে? (বলতে পারবে কি?) এসব তো তোমদেরই সৃষ্টি, পক্ষপাতিত্বে- এখানে সৃষ্টিকর্তাকে খুঁজোনা! নিজেরাই গড়েছো শুন্যতা- এক অবস্যম্ভাবী যুদ্ধের আয়োজন করছো অগোচরে ওই ভাগ্যাহত মানুষগুলোও ঠিকই গর্জে উঠতে জানে... ঘুমবন ক্লান্ত পথিক আমি- ঘুম চোখে শ্লথ হাঁটি এইসব নিঃসীম রাতের শহরজুড়ে। মস্তিস্ক জুড়ে থাকে বিভ্রান্ত অতীত আর অযথা ব্যয় করে যাওয়া শুভ্র তরল কোষ যার সবটাই অপব্যবহারে কলুষিত প্রায় গুটিকয় আলোকিত বিপণী বিতান আর যাযাবর নিশিথীনিরা আমায় আকৃষ্ট করে না তেমন আমি নিজেকেই বরং স্বয়ংসম্পুর্ণ ভাবি ভ্রান্ত কোলাহলের কল্পিত আনন্দ নিতে থাকি। পদ শব্দ শুনে- চমকিত হবার ভান করি। আমার দৃষ্টি জুড়ে থাকে না কোন সীমানা ক্লান্ত পথের সাথে রাতগুলোকেও কেমন যেন ক্লিশে লাগে এইসব ক্লান্তি মিশে যায় আমার সত্ত্বা গুলোতে অস্থিমজ্জায় অযাচিত কাঁপনের তীব্রতা- কিছুটা অবাকই করে। তখন আমি ভ্রান্ত অতীতের সুখানুভূতি গুলো কল্পনা করি- অগোচরেই হাসি।

তারপর- ঘুমঘোর চোখে পথ চলতে চলতে শহুরে রাস্তা পেরিয়ে... ঠিক পৌছে যাই ঘুমবনে! আমার দুচোখে প্রগাঢ় ঘুমঘোর আছড়ে পড়ে- তবুও ঘুমিয়ে পড়তে ভয় পাই। ঘুমবনে নাকি- ঘুম থেকে আর জাগে না কেউ! কখনোই জাগে না। সাদা পটে আকাশ আমরা থাকি- এখানে- এই ছোট্ট ঘরে। কিছু সময় তারপর হারিয়ে যাই স্রোতে- প্রবল স্রোতে... কিছু চিহ্ন হয়ত রেখে যাই অথবা কিছু না রেখেই... ঘড়ির চল ঘুরে যায়। দৃশ্যপট বদলায় আমরা কি কিছুই দেখতে পাইনা? নাকি দেখি? দৃষ্টির ওপারে কি থাকে তবে? সমুদ্রে নীল জল থাকে? আমরা কি তখনো সাদা রঙ আকাশ আঁকি? যদি হারাই- চোখের সামনে থেকে সরে যায় পরিচিত মুখ স্বপ্নগুলো মুছে ফেলতে হয়- অযত্নে, পৈশাচিকভাবে রাতগুলো যদি বড় হতে থাকে সুর্যটা যদি সাদা হয়ে যায়! আমরা কেন জানিনা- দৃষ্টির ওপারে কি থাকে? সমুদ্রে নীল জল থাকে? আমরা কি তখনো সাদা রঙ আকাশ আঁকি? সাদা পটে আকাশ নামটা প্রিয় ব্লগার সায়েম মুন ভাইয়ের দেয়া।

বেশ কিছুদিন নতুন কিছু লেখা হচ্ছে না। ব্লগেও অনিয়মিত। আমি সময় বন্টনে খুবই অপটু। অলস ও বলা যেতে পারে! ওখানে আঁধার, বড় সামুদ্রিক... মাথার ভেতর এই লাইনটাই ঘুরছিল। তাই শিরোনামে দিয়ে দিলাম।

পরাহত! শব্দের গভীরতা বোঝার চেষ্টা করছি আপাতত! তাই নতুন কোন লেখা পাওয়ার সম্ভাবনা কম! অন্যরকম পোস্ট গুলো (যেমন গান নিয়ে, ফান পোস্ট জাতীয়) আসতে পারে... শুভকামনা সবার জন্য! © দি ফ্লাইং ডাচম্যান  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।