আমাদের কথা খুঁজে নিন

   

ওখানে রেখে আসতে তাকে ...

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

দাহ্য ঘি ঢেকে প্রিয় সেই চোখ মুখ নাক
আমার সহ্য হয় না বহ্নি শিখা
মানুষকে পুড়িয়ে দেবে এ আমার ভাল লাগে না
ফুলকি, উড়ন্ত ছাই অভিমানী স্ফুলিঙ্গের ঝাঁক
ভাল লাগে না তাকে রেখে আসতে মৃত্তিকার গর্ভে,
সমাধীস্ত করে দিতে বরফের ঘরে অপেক্ষায় অপেক্ষায় রাত পার করে দিতে
কথাই জীবন; নীরবতায় জমে যাচ্ছিল করতোয়া বাক্স
আমার কিছুতেই ভাল লাগে না বিদায় বিদায় মর্সিয়া
হে বিস্ময় মহাবিশ্বের অপরিচিত ত্রিতাল


আজকের ছবি তুলি
চলে যাওয়া মাত্র
একজন করে মুছি
মুছতে মুছতে গোটা ছবিটাই শূন্য হয়ে যায়
দেয়াল জুড়ে মানুষের স্মৃতি
ফ্রেমের ভিতর স্থিরচিত্রে যারা -
ভেবে দেখছি আমিও এক ভবিষ্যতের ছবি
অনূর্ধ শতাব্দীর যত রচনা
উপসংহার কিছু পরিচয়
বাবা, বোন, কবি, চাকুরে, অমুক তমুক, চশমা, ছড়ি
স্বাক্ষর করা চিঠি, তুলে রাখা গয়না
পোষা কুকুর অথবা উপদেশ
ছবি থাকে না, লিখে রাখা যায় সামান্য


কোন কষ্ট দিতে আজকে আমাকে দিনভর আনন্দ দিয়ে যাচ্ছ
কাল রইবে না, সত্যি জেনে গেছি কাল তোমাকে আর পাব না
আমি কবি হতে চাই না
আমি সারাজীবন তোমাকে চাইছি
আমাকে কথা দিও না
আমাকে ফেলে যেও না একা
দয়া করে আমাকে একা রেখে যেও না


চিঠির ভেতর খালি কাগজ
আমাদের কথাগুলো ডুবে আছে হাজার বছরের সিডেটিভ পিলে
সাজানো ঘরে পিয়ানো, কাক ভোর, প্রত্যুষের খাইরুম নিমাল নাওম
শয্যার আরামে মানুষের মোহাচ্ছন্ন অনন্ত কাল
গোলাপের কুঁড়ি ফুটেছে; আহ সৌরভ মৌ মৌ,
একুরিয়ামে মাছ ছুটে চলছে, নশ্বর হরিণ ছুটতে ছুটতে
বাগান বাড়ির পিছনে কান উঁচু করে,
অবিশ্রাম ঘড়ি ঘুরছে পশ্চিমের অস্তাচলে - নিরুত্তাপ তাহারা ইহাতে

-
ড্রাফট ০.৫
সরল উপলব্ধি। সবারই কোন না কোন সময় এমন হয় কোন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।