আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইন ব্লগের পেইজ লোডিং স্পীড বৃদ্ধি এবং অন্যান্য প্রসঙ্গে...

// বিগত কিছুদিন যাবত সামহোয়্যারইন ব্লগের পেইজ লোড নিয়ে অনেক সমস্যা হচ্ছিল এবং তা নিয়ে ব্লগারদের অনেক ফিডব্যাক আসছিল যাতে দ্রুত এটা সমাধান করা হয়। এ ব্যাপারে ব্লগের পরিচালক, মডারেটর এবং ডেভলপারদের আন্তরিক ও অক্লান্ত পরিশ্রমের পর এখন কিছুটা গতি বৃদ্ধি পেয়েছে। যদিও মাঝে মাঝে এখনো সমস্যা হচ্ছে। তবে ব্লগ কতৃপক্ষ বর্তমান গতি আরো বহুগুণ বাড়িয়ে নিতে একটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। যা বাস্তবায়ন করতে আরো কিছু সময়ের প্রয়োজন হবে।

সেটুকু সময় ব্লগাররা ধর্য্য ধরে সামুর সাথে থাকবে সেটা ব্লগ কতৃপক্ষ বিশ্বাস। সময়ের পরিক্রমায় সামুর যেমন বন্দু বৃদ্ধি পেয়েছে তেমনি বেড়েছে শত্রু সংখ্যাও। আলোচনা সমালোচনার পথ পরিহার করে কিংবা টিকতে না পেরে একদল লোক সামুর পিছনে অব্যহত লেগে রয়েছে। বিশেষ করে কানাডা এবং মালোশিয়ার দুটি হ্যাকিং গ্রুপ বিগত কয়েক মাস ধরে সামু হ্যাক করার অপ্রয়াস চালাচ্ছে। তারা হ্যাকিং এ ব্যর্থ হয়ে সামুর সাইটে বিভিন্ন মাইনর সমস্যার সৃষ্টি করছে।

যার কারনে কিছুদিন যাবত সামুর সার্ভার প্রায়ই সমস্যা করেছিল। তবে সামুর দক্ষ আইটি প্রফেশনালদের দক্ষতা এবং দ্রুত পদক্ষেপে তাদের অপ্রয়াস পণ্ড হয়ে যায়। এছাড়া গতমাসে আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে আরো তিনটি গ্রুপ সামুর পিছনে লেগেছে। আশা করি এরাও সামুর তেমন ক্ষতি করতে পারবেনা। অন্যদিকে প্রতিদিন সামুতে আসছে প্রচুর লেখা, ছবি এবং বিভিন্ন ভিডিও।

প্রত্যাশার চেয়েও বেশি পরিমাণ লেখা,ছবি এবং ভিডিওর কারনেও সামু মাঝে মাঝে স্লো হয়ে পড়ে। বর্তমানে এই সমস্যা কাটাতে স্টোরেজ ক্ষমতা ৫ গুন বৃদ্ধি করা হয়েছে। সুতারাং আসতে আসতে সন সমস্যা আশা করা যায় কাটিয়ে উঠবে সামু। সবশেষে আবারো আপনাদের ধন্যবাদ জানায় সর্বাস্থায় সামুর সাথে থাকার জন্য। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।

ধন্যবাদ। * আপনাদের যদি আর কোন টেকনিক্যাল সমস্যা বা পরামর্শ থাকে নিচে মন্তব্যের ঘরে জানাতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.