আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইন ব্লগের সংকলন পোস্টের সংকলন- প্রিয় পোস্ট

নহি দেবী, নহি সামান্যা নারী। শোকেস বেশি ভরে গিয়েছিল তাই ভাবলাম শোকেস খালি করে পোস্ট আকারে দেই। ব্লগে মোটামুটি নতুন হওয়াতে অনেক ব্লগারের ভালো পোস্ট এখনও আমার অজানাতেই রয়ে গেছে, পেশাগত ব্যস্ততাও কিছুটা দায়ী এক্ষেত্রে। আবার কেউ কেউ বেশ ভালো কিন্তু রকমারী পোস্ট দিয়ে ব্লগকে সমৃদ্ধ করছেন, তাদের নাম এখানে উল্লেখ করলাম না কারণ তাদের পোস্ট জেনার ভিত্তিক ভাবেই পর্যায়ক্রমে আসবে। অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করে আনবো।

কেউ কেউ এতো ভালো লিখেন যে তাদের পোস্ট না এনে তাদের নিক উল্লেখ করে দিতে ইচ্ছে হয়। এটা ধীরে ধীরে হলেও চলতে থাকবে। সংকলন পোস্ট গুলোই এখানে রাখবো বিশেষ করে। আর বিভিন্ন জেনারের পোস্টগুলোকে আলাদা করে সেগুলোর সংকলন পোস্ট করে তারপর এখানে রাখবো। অনেক লম্বা সময়ের পরিকল্পনা।

কয়েকজন ব্লগারের পোস্টগুলোর সংকলন প্রয়োজন, হয় কাজটি তারা নিজেরা বা আর কেউ করবেন, না হলে কাজটি আমাকেই করতে হবে, এদের মধ্যে হাসান মাহবুব-এর গল্প সংকলন, শাহেদ খানের কবিতা সংকলন, ইশতিয়াক আহমেদ চয়ণ-এর রম্য সংকলন, নোবিতা রিফু-এর ফান পোস্ট সংকলন, তন্ময় ফেরদৌস ও মাস্টার ফিল্ম মেকিং নিয়ে পোস্ট সংকলন। এখানে বিশেষ করে বলা দরকার তরুণ এই মাস্টার (মাহদী হাসান শামীম) যে দূর প্রবাসে থেকেও শুধু দেশকে ভালোবেসে ফিল্মের জন্য কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে কোন রকম স্বার্থ ছাড়াই শুধু মনের তাগিদে। আরেকজন ব্লগারের পোস্টের ব্যাপারে আমি হয়রান, নাফিজ মুনতাসির (রবিন) যার ম্যুভি পোস্টের সংকলন আমার জন্য জরুরী হয়ে পড়েছে। ফিউশন ফাইভ যাকে সবাই ফিফা নামেই বেশি ডাকতে পছন্দ করে উনার পোস্টে ঢুকে তো মনে হলো আমাকে ফিফা সমগ্র নিয়ে আলাদা একটা পোস্ট দেয়ো দরকার উপস্! যাদের পোস্ট প্রিয়তে আনার মতো... পর্যায়ক্রমে তাদের সবার পোস্টই নিয়ে আসবো। যতদিন ব্লগিং করবো নিয়মিত/অনিয়মিত ভাবে চলতে থাকবে এই কর্ম যজ্ঞ।

বিশেষ ভুমিকা পোস্ট একাত্তরের পর যত কিংবদন্তী বাংলাদেশী ছবি মায়ের জন্য ভালোবাসা, শ্রদ্ধা "মা" এর ভালোবাসা ~মাইনাচ~-এর সংকলন পোস্ট দেশ/ ভাষা/ মুক্তিযুদ্ধ পাপতাড়ুয়া-এর মুক্তিযুদ্ধ,ভাষা আন্দোলন ও অন্যান্য সমগোত্রীয় পোস্ট সংকলন ফারজুলের আর্কাইভ মুক্তিযুদ্ধ ১৯৭১; ব্লগের একটি ছোট আর্কাইভ সংকলণের সংকলণ ব্রিগেড সিক্সটিন-এর ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? সায়েম মুন-এর ব্লগশেল্ফ নির্বাচিত পোস্ট সমগ্র ♣আশা জাগানিয়া-অক্টোবর সংকলন♣ ♣আশা জাগানিয়া-সেপ্টেম্বর সংকলন ২০১২♣ ♣আশা জাগানিয়া -আগস্ট সংকলন ২০১২♣ ♣আশা জাগানিয়া-জুলাই সংকলন ২০১২♣ ♣সামুতে ভালো পোস্টর খোজে যারা হতাশ বিশেষ করে তাদের জন্যে জুন সংকলন ২০১২♣ মাইনাচের ফেব্রুয়ারী'১২ সংকলন ফেব্রুয়ারি মাসের পাঠোচিত মাইনাচীয় পোষ্ট মাইনাচে-এর জানুয়ারী'১২ সংকলনজানুয়ারি মাসের পাঠোচিত মাইনাচীয় পোষ্ট ফিউশন ফাইভ এর সামুপিডিয়া ২০১১ ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... ফিউশন ফাইফ-এর ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া ১০২ পোস্ট ফিউশন ফাইভের দেখা ১০০ লেখা.ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সবচেয়ে বেশি পঠিত ১০০ লেখা দূর্যোধন সংকলন-৪ ডিসেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন দূর্যোধন সংকলন-৩ নভেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টের সংকলন দূর্যোধন সংকলন-২ দূর্যোধনের দৃষ্টিতে অক্টোবর মাসের অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন-২ দূর্যোধন সংকলন-১ দূর্যোধনের দৃষ্টিতে অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন-১(পাক্ষিক) ভাঙ্গন-এর কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...! নীল কষ্ট-এর পয়লা পোস্ট সমগ্র রম্য সংগ্রহ ফিফা-র রম্য সংগ্রহ ফিরে দেখা ২০১১ : ব্লগ নিয়ে ব্লগারদের বাছাই ৩০ + নির্বাচিত ২০ ব্লগরম্য জেন্ডার♀♂ পটলের সংকলন পোস্ট। সামহোয়্যারইন ব্লগে ''নারী বিষয়ক পোস্ট'' সংকলন A 2 Z: ২০১১ ধীমান অনাদি-র আমার নারী বিষয়ক পোষ্টের সংকলন ক্যারিয়ার নিলআকাশেরদুঃখ ইংরেজি শেখার ওযেব সাইট বিদেশে উচ্চ শিক্ষা এ বি এম হায়াত উল্লাহ-এর বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সংকলন পোস্ট ধর্ম/ মুক্তচিন্তা/নাস্তিকতা আসিফ মহিউদ্দীন-এর রসদঃ মুক্তচিন্তা, অবিশ্বাস, সন্দেহবাদীতা, যুক্তিবাদীতা এবং বিজ্ঞানবিষয়ক পোস্ট সংকলন স্বপ্নকথক-এর চলে গেলো এ-টিমের জন্মদিন, আমরা কি তবে ভুলতে বসেছি তাদের অবদান? মনির হাসান-এর বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা সবাক-এর আমার শিবির বিষয়ক যত পোস্ট গ্রন্থ/ অন্যান্যঃ হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ... গান প্লিওসিন অথবা গ্লসিয়ার -এর সামহোয়ারইন ব্লগের গানের (মেটাল) ৫০ টি পোস্ট নিয়ে সংকলন পোস্ট পর্ব-১ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই আমার নজরুল গীতি সংগ্রহ ইউসুফ খান-এর "সর্বকালের সেরা ৫০০ গানের লিস্ট" সিনেমা কাঊসার রুশো-র চলচ্চিত্র বিষয়ক যত পোস্ট দিপ-এর ম্যুভি সংকলণ !!!মুভি বিষয়ভিত্তিক পোষ্ট সংকলন!!! কল্পবিলাসী স্বপ্ন-এর জেমস্ বন্ড-A to Z রাশান শাহরিয়ান নিপুন-এর আমার প্রিয়তে থাকা মুভি বিষয়ক পোস্ট গুলি। বিজ্ঞান সমগ্র কাউন্সেলর-এর স্বাস্থ্য/ চিকিৎসা/ এইডস/ মনোবিজ্ঞান/ কাউন্সেলিং/ ধুমপান সংশ্লিষ্ট পোস্টগুলির সংকলণ তথ্য ও প্রযুক্তি রবিন মিলফোর্ড-এর সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন গেমস গেমার বয়-এর !!!...গেম বিষয়ক পোষ্টসমূহের সংকলন ...!!! মোবাইল কবিতা/ উপন্যাস/গল্প রেজোওয়ানা-র প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... কি নাম দিব-এর সামুর রূপকথার গল্পের সংকলন নাঈম আহমেদ আকাশ সামহোয়ার ইন ব্লগের সেরা ৫০ টি গল্প ব্রিগেড সিক্সটিন ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) রেজওয়ান তানিম-এর সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা ফারজুল আরেফিন-এর বিভিন্ন কবির নির্বাচিত ৬২টি কবিতা নিয়ে নির্বাচিত কবিতা সমগ্র কবিতা সংকলন : ব্লগ পাঠের আনন্দ রেজওয়ান তানিমের যত পোস্ট সকল রসের ধারা : তানিম সংগ্রহ ব্লগে প্রিয় পোস্টগুলো: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার কবিতা সংগ্রহ বাংলা সাহিত্যের প্রিয় কবিদের প্রিয় কবিতা নিয়ে পোষ্ট গুলোর সংকলন ব্লগ/ ব্লগার/ব্লগরব্লগর ফিফার খোঁজে ব্লগ সমুহ ফিরে দেখা বিশ্ব ব্লগমণ্ডল : কী কোথায় কেন কিভাবে ভ্রমণ বিলাস/পর্যটক শ। মসীর -এর বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন রেজোওয়ানা-র ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ ফটোগ্রাফী/ছবি ব্লগ টি. জাহান চৌধুরী-র ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন অপরবাস্তব অপ্‌সরা-র অপরবাস্তব-৪ এর জন্য ব্লগারদের লেখা মনোনয়নের আহবান ফিফা সম্পাদিত অপরবাস্তব-৫অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন রেজোওয়ানা সম্পাদিত অপরবাস্তব-৬ ব্লগারদের বই অপর বাস্তব -৬ এর জন্য লেখা আহবান ব্লগারদের নির্বাচিত প্রিয় পোস্ট নিদাল-এর যে পোস্ট গুলো পড়লে সামুর ফ্যান হয়ে যাবেন/আমার ব্লগ শেলফ/এপিক পোস্ট তন্ময় ফেরদৌসের মেগা সংকলন মেগাপোস্ট !!! বিলুপ্ত বৃশ্চিক-এর আমার শোকেসে গত দেড় বছর যে পোস্টগুলো ছিল..... ভেবে ভেবে বলি-র যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... মাহবু১৫৪ আমার প্রিয় লিস্টে থাকা পোস্টগুলো এবার একসাথে পটলের প্রিয় পোস্ট সকল। সামুতে এক বছর ১ মাস : সাথে প্রিয় পোস্ট সমগ্র ডিজিটাল মুবিন-এর নতুনরা দেইখা যান সুন্দর সুন্দর সব লেখার লিংকের কালেকশন কাকে বলে হিজিবিজি-র এক পোষ্টে সকল বাংলাদেশী মাছঃ মাছ নিয়ে ব্যাপক গবেষণা, সবার অবশ্য পাঠ্য!! পেটে খেলে পিঠে সয় নাঈম আহমেদ আকাশ-এর খাইক্লোপিডিয়া (সব ধরণের বুফে এবং বাঙালি খাবারের তালিকা,লোকেশন সহ) আপাতত উপসংহারঃ নাহোল-এরছাগু এনসাইক্লোপিডিয়া - ছাগুফাইটারদের জন্য অবশ্যপাঠ্য ছাগু,ভাদা,গু আজম,জাতীয় ডেসটিনি-সব সঙ্গীতের জটিলা কালেকশান সব শেষে বলবো যারা ভালো লিখেন কিন্তু বিভিন্ন কারণে আগ্রহ হারিয়ে ফেলছেন তাদেরকে বলি অভিমান, কষ্ট যাই থাকুক তা নিয়েই ফিরে আসুন।

আমার প্রিয় কবিতার প্লিওসিন অথবা গ্লসিয়ার/ নাহোল -এর একটা লাইন থেকে একটু পাল্টে বলি ফিরে এসো প্রিয় নীল মেলাঙ্কোলিয়া শুভ ব্লগিং। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.