আমাদের কথা খুঁজে নিন

   

"সামহোয়্যারইন ব্লগে শিবির তোষন!! সার্বভৌমত্ব বিরোধিতা!! - banglanews24.com" আর কতোদিন চলবে এসব হলুদ সাংবাদিকতা??

সুপ্রিয়-বন্ধুরা সম্প্রতি একটি website তৈরি করেছি android apps-games এর জন্য, http://www.androik.com এখন থেকে প্রতি সপ্তাহে কয়েকটি apps-games নিয়ে আলোচনা-করবো. তাই চোখ-রাখুন আমার-পোস্ট -গুলোতে. "সামহোয়্যারইন ব্লগে শিবির তোষন!! সার্বভৌমত্ব বিরোধিতা!! - banglanews24.com" আর কতোদিন চলবে এসব হলুদ সাংবাদিকতা?? একদিক থেকে চলছে তীব্র গণআন্দোলন অন্য দিকে চলছে অপপ্রচার এবং হলুদ সাংবাদিকতা! আচ্ছা, গণমাধ্যমের স্বাধীনতা আর হলুদ সাংবাদিকতা কি এক? আজকাল হলুদ সাংবাদিকতার কারনে পত্রিকা খুলতেই ইচ্ছে করে না! যে যার মতো নিউজ বানাই বানাই লিখে! ক দেখলে কবিতা লিখে!!! গতকাল ও দেখলাম আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আপু অগ্নিকন্যা লাকি আপুকে নিয়ে কম নিউজ বানানো হলো না! এসব অপপ্রচার আর কতো দিন চলবে!? কেন এসব হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয় না!? কেন এসব গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হয় না? সরকার বা কর্মকর্তাদের প্রতি আমার অনুবাদ এসব হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে যেন দ্রুত পদক্ষেপ নেয়া হয়! যেখানে শাহবাগ আন্দোলন এর পেছনে সামুর একটি বিশাল অবদান রয়েছে সেখানে সামুকে নিয়ে এসব অপপ্রচার সত্যিই কষ্টের! আসুন এসব সাংবাদিক দের বিরুদ্ধে গর্জে উঠি!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.