আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১২ : হিসেবের বিবরণী

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! একটি পেইন্টিং বিক্রি হবেঃ বিক্রিত অর্থ সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১২ এ প্রদান করা হবে!!! সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১২ উপলক্ষে এ যাবত প্রাপ্ত অনুদান - ০১. জুন আপু = ৩০০০/= (হুপু ভাই) ০২. ঘুড্ডির পাইলট = ১০০০/= (শিপু ভাই) ০৩. আশিকুর রহমান অমিত ভাই = ৫০০/= (শিপু ভাই যমুনা ব্যাংক) ০৪. হিমু_০১৭ ভাই = ৫০০/= (আন্দালিব ভাই বিকাশ) ০৫. সালমাহ্যাপী আপু = ১০০০/=(আন্দালিব ভাই বিকাশ) ০৬. কান্ডারী অথর্ব ভাই = ১০০০/= (শিপু ভাই যমুনা ব্যাংক) ০৭. কাঙ্গাল মুরশিদ ভাই = ১০০০/=(আন্দালিব ভাই বিকাশ) ০৮. এ হেলাল খান ভাই = ২০০০/= (গরম কফি) ০৯. নাম প্রকাশে অনিচ্ছুক = ৫০০/= ( ) ১০. আমি ইহতিব আপু = ১০০০/= (ছোটো মির্জা ভাই) ১১. মাহিরাহি ভাই = ৫০০/= (শিপু ভাই) ১২. নাসুবেস্ট [নাসরীন খান আপু]= ৭৬০০/= (আন্দালিব ভাই) ১৩. মোঃ মোজাম হক ভাই = ৫০০০/= (শিপু ভাই) ১৪. মনে নাই ভাই = ১০০০/= (আন্দালীব ভাই) ১৫. সিলেটি জামান ভাই = ৫০০/= (শিপু ভাই) ১৬. নাম প্রকাশে অনিচ্ছুক = ২০০০/= ( কাণ্ডারি অথর্ব ভাই ) ১৭. Tawfiqul Alam = ১০০০/= ( জনি ভাই ) ১৮. ভয়ংকর বোকা ভাই = ১৩০০/= (শিপু ভাই) ১৯. হুপু ভাই = ১০০০/= ( তামিম ভাই ) ২০. নাম প্রকাশে অনিচ্ছুক = ১০০০/= (শিপু ভাই) মোটঃ ৩২৪০০/= # বাংলার হাসান ভাই = ৪২ টি কম্বল (শিপু ভাই) ২৬০ টাকা করে ১০০ পিস = ২৬,০০০/= ২৮০ টাকা করে ৮ পিস = ২২৪০/= ---------------------------------------------- মোট = ২৮২৪০/= মোট কম্বল = ১৫০ পিস #এছাড়াও সংগৃহিত ৫ বস্তা পুরাতন শীতবস্ত্র । ২২-১২-২০১২: আজ রাতে ব্লগার শিপু ভাই, বাংলার হাসান এবং শিপু ভাইয়ের ছোট ভাই সজিবকে নিয়ে লক্ষীপুর মজুচৌধুরির হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছেন। ( আপডেট চলবে ...... )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.