আমাদের কথা খুঁজে নিন

   

পিঁপড়া

পোকামাকড় পিঁপড়া আমার খুব প্রিয়। পিঁপড়া আমার খুব ভাল লাগে। ভালো লাগে এজন্য যে, পিঁপড়া খুব পরিশ্রমী। পিঁপড়ার মত পরিশ্রমি প্রাণী খুব কম পাওয়া যায়। আর সবচেয়ে ভালো লাগে যে,যখন তারা খাবার একভাবে নিয়ে যেতে পারছে না তখন তারা আরেক ভাবে চেষ্টা করে।

পিঁপড়া দলব্দ্ধ ভাবে বাস করে। একে অন্যকে সাহায়্য করে বসবাস করে। একটি পিঁপড়ার বাসায় কমপক্ষে চার প্রকার পিঁপড়া বাস করে। একটি রাণী ও একটি রাজা থাকে। দুই তিন’শ কর্মী বাস করে।

কর্মীরা খাবার বহন করে ও খাবার সংগ্রহ করে। দুই এক’শ সৈন্য একটি বাসায় বাস করে। সৈন্যরা বাসা পাহারা দেয় এবং পোকা মাকড় শিকার করে। প্রতিটি বাসায় কমপক্ষে ১হাজারের বেশী পিঁপড়া বাস করে। কোন কোন বড় বাসায় ১০লক্ষ পিঁপড়া বাস করে।

পিঁপড়া উপকারি পোকাও বটে। কারণ,বিভিন্ন ক্ষতিকর পোকা শিকার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কীটনাশক ও রাসায়নিক সার দেওয়াতে পিঁপড়া বিলুপ্ত হয়ে যাচ্ছে। পিঁপড়া বিলুপ্ত হওয়াতে অপকারি পোকা বাড়ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

আসলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পিছনে রাসায়নকি সার ও কীটনাশক দেওয়ার অনেক বড় ভুমিকা রয়েছে। আমরা সবাই পিঁপড়াকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবো। নিচে কিছু পিঁপড়ার ছবি দেওয়া হলো। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।