আমাদের কথা খুঁজে নিন

   

রিকশাচালকদের কাছে চাঁদাবাজি: ৫ পুলিশ কারাগারে

রোববার দুপুরে তাদের জামিনের আবেদন নাকচ শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এম এ সালাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- এসআই আক্তারুজ্জামান ও জাহিদুর রহমান এবং কনস্টেবল একরাম হোসেন, জহিরুল ইসলাম ও মো. আবদুল্লাহ। তারা সবাই শেরেবাংলা নগর থানার সাদা পোশাকের পুলিশ (সিভিল টিম)।
মামলার ভয় দেখিয়ে তিন রিকশাচালকের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গত ১৮ জুলাই ওই পাঁচজনকে কারগারে পাঠায় আদালত।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত বুধবার ওই পাঁচজন ধানমণ্ডি ১৫ নম্বর সড়ক থেকে রিকশাচালক উজ্জ্বল, আক্কাস ও মাসুদকে আটক করে তাদের কাছে ফেনসিডিল আছে অভিযোগ করে দুলাখ টাকা দাবি করে।

তা না দিলে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় তারা। কিন্তু ওই তিন রিকশাচালক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের বেধড়ক পেটানো হয়।
বাধ্য হয়ে রিকশাচালকরা স্বজনদের মাধ্যমে ২৩ হাজার টাকা জোগাড় করে ওই পাঁচজনকে দেন। তারপরও তাদের কাছে আরো টাকা দাবি করতে থাকেন পুলিশ সদস্যরা।
পরে রিকশাচালক উজ্জ্বল ওই পাঁচ পুলিশের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে শেরে-বাংলানগর থানায় একটি মামলা করে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.