আমাদের কথা খুঁজে নিন

   

রিকশাচালকদের গানের প্রতিযোগিতা "তিন চাকা" হতে পারে টিভিদর্শকদের ফাটাফাটি বিনোদন

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আকবরের গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন আপনারা। একদিন পাখি উড়ে যাবে - গেয়ে তো তাক লাগিয়ে দিলো সঙ্গীতশ্রোতাদের। সেই সম্ভাবনাকে পুঁজি করেই হয়তো রিকশাচালকদের নিয়ে একটা গানের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমরা রূপান্তরের গল্প শুনতে পছন্দ করি। বাঙালিমাত্র অলৌকিকভাবে কিছু একটা হয়ে যাবার স্বপ্নে বিভর থাকে।

সিনেমা, নাটক, উপন্যাসে নায়করা সবসময় জয়ী হন, তার সব দ্যুতি ক্রমশ উদ্ভাসিত হতে থাকে। আমরা প্রেমে পড়ে যাই চরিত্রগুলোর। রিয়েল লাইফের এমন অসংখ্য হিরো আমাদের আশেপাশে ছড়িয়ে আছে। ঢাকা শহরের রিকশাচালকদের কষ্টকর জীবন দেখতে আমরা অভ্যস্ত, তেমন অস্বাভাবিক লাগে না। কিন্তু ভাবুনতো, তাকে ছাড়া আপনার চলে কিনা! প্রতিদিন রিকশায় চড়ে না এমন ঢাকাবাসী হাতে গোনা।

রিকশাচালকদের এই আয়োজনটা হতে পারে টিভিদর্শকদের বিনোদনের ফাটাফাটি আয়োজন। অথচ দুঃখজনক হলেও সত্য যে এর জন্য কোন স্পন্সর পাওয়া যায়নি। অথচ মাসব্যাপী কোটি কোটি দর্শক মন্ত্রমুগ্ধের মত টিভি সেটের সামনে বসিয়ে রাখতো পারে এই অভিনব আয়োজন। রূপান্তরের গল্প দেখতে আগ্রহী বাংলাদেশের মানুষ লুফে নিত নিঃসন্দেহে রিকশাচালকদের গানের প্রতিযোগিতা!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.