আমাদের কথা খুঁজে নিন

   

রিকশাচালকদের গানের প্রতিযোগিতা "তিন চাকা" র অডিশন শুরু হচ্ছে মিরপুরে, শুক্রবার, সকাল নটায়

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
সামহোয়ারইনের অফিসে এই রিক্সাটি সাজানো আছে সাজানো গোছানো পরিপাটি রিকশাটি দেখলে বেশ রোমান্টিক অনুভূতি হলেও আসলে চালকমাত্রই বুঝতে পারে চালের দামের কদর। বাংলাদেশের কৃষ্টি ও সভ্যতার অন্যতম রূপকীয় নির্দশনটি ইনটেরিয়রের সৌন্দর্য বর্ধন করলেও লাখ লাখ মানুষের জীবিকা এর উপর নির্ভরশীল। হতদরিদ্র রিকশাচালকদেরকে এড্রেস করে কোন বিনোদনের রাষ্ট্রীয় আয়োজন নেই, নেই কোন কর্পোরেট লায়াবিলিটিও। বরঞ্চ রিকশার ভাড়া বৃদ্ধির জন্য তাদের অতিলোভকে গালাগালি করতে অভ্যস্ত সুশীলরা রিকশাচালকদের মানুষ ভাবতে অভ্যস্ত নয়। তবে শিশির নামে এক তরুন বলতে গেলে ইতিহাস সৃষ্টি করেছে।

একাই উদ্যোগ নিয়েছে রিকশাচালকদের জন্য গানের প্রতিযোগিতা আয়োজনের। আগামী কাল শুক্রবার তিন চাকা নামের সেই গানের প্রতিযোগিতার অডিশন রাউন্ড শুরু হচ্ছে। সকাল ন'টায় মিরপুরের একটা স্কুল মাঠে। পুরো অনুষ্ঠানটি টিভিতে সম্প্রচারের জন্য স্পন্সরের তল্লাশী চলেছিল বেশ কিছুদিন। একটা কোম্পানী মোটামুটি রাজীও হয়েছিল।

সম্ভবত তাদের আরো সময় লাগবে অথবা স্পন্সর করবে না। সে যাই হোক অডিশনটা শুরু হয়ে যাচ্ছে আগামীকাল। আগ্রহীরা শিশিরের (০১৭২০৬৫৫৪৩৪) সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন সকাল ৯টায়। প্রান্তিক পেশাজীবি রিকশাচালকদের বিনোদনের জন্য এই প্রায়াসকে আমার বিশাল কিছু মনে হচ্ছে। কর্পোরেট ও রাষ্ট্রযন্ত্রের কপট সমাজসেবার জন্য এই উদ্যোগকে আমার মনে হচ্ছে দারুন শিক্ষণীয়।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.