আমাদের কথা খুঁজে নিন

   

পাকা চুল

.এইটাও জানিনা ! বেশ কয়েকদিন যাবত বিচিত্র এক সমস্যায় ভূগছি আমি ... সেটা হলো পাকা চুল, আমার বয়স সবে মাত্র সতোরো। এই বয়সেই মাথার চুল কেন পেকে যাবে ব্যপারটা আমার মাথায়ই ঢুকছেনা কিছুদিন আগে আমার ভাগ্নিকে বললাম, দেখোতো মাথায় কয়টা পাকাচুল ?? ও প্রায় আধা ঘন্টা ধরে চুলচেরা বিশ্লেষণ করে বলল, মামা ! তোমার মাথায় ৬২ টা পাকাচুল !! শুনেতো আমি পুরোই হতসম্ভিতমূঢ় ! আমার চোখ চড়কগাছ ছেড়ে চান্দে উঠে যাবার মতন অবস্থা হলো। আম্মুকে এই কথা বলতেই বলল, চুলের কোন যত্ন নাও? জীবনে তেল দিয়েছ কোনদিন? চুলতো পাকবেই ! তেল দেওয়ার সাথে চুল পাকার কি সম্পর্ক কে জানে ! আম্মু আমাকে ধরে সেদিন মনেহয় পুরো একবোতল প্যারাসুটের নারিকেল তেল আমার মাথায় খালি করে বলল, এখন থেকে প্রতিদিন মাথায় তেল দিবা, তাহলে চুল পাকবেনা ! তেল চপচপে চুল নিয়ে আয়নার সামনে দাড়ালাম। চেহারা দেখে মনেহলো চেহারার মদন মার্কা ভাবটা আরও পাকাপোক্ত হয়েছে ! সেই তেলতেলে চুল নিয়েই বিকেলে বাইরে বের হলাম, পোলাপাইনের কথার যন্ত্রনায় এর একটু পরে বাসায়ই ফিরে আসলাম ! এরপরদিন সকালে বড় বোন জোর করে ধরে মাথায় দিয়ে দিল মেহেদী, সাদা চুলগুলো লালচে হয়ে গেল। আয়নার সামনে দাড়িয়ে মনেহলো চেহারায় মদন মদন ভাবের পাশাপাশি একটা মুরুব্বী জাতীয় ভাবও দেখা যাচ্ছে ! সেই লালচে চুল নিয়ে গেলাম ভাগ্নিকে স্কুল থেকে আনতে, সেদিন খুব সম্ভবত ওদের কোন পরীক্ষার রেজাল্ট দিয়েছিল ... আমার বয়সী এক মেয়ে আমাকে এসে বলে, “আংকেল ! আপনার মেয়ের রেজাল্ট কেমন হলো ?!” এই প্রশ্নের সাথে সাথে আমার মাথা ভেতর স্বশব্দে আকাশ ভেঙে পড়ার মতন একটা আওয়াজ হলো ! আমি ভেবে কোন কূল কিনারা পেলামনা আমাকে কী এতটাই বয়স্ক দেখায় ? (!) বাসায় গিয়ে আম্মুকে বললাম চুলে কলপ দিবো। আম্মু বলল ঝাড়ুর বাড়ি খাইতে চাইলে দাও ! এরমাঝে কলেজের এক বান্ধবী জোর করেই অনেকগুলো পাকা চুল তুলে দিল। কয়েকদিন পর দেখি পাকাচুল তোলাতে পাকা চুলের সংখ্যা আরও বেশী বেড়ে গিয়েছে ! এরপর এক বিদগ্ধ সকালে খেয়াল করে দেখি আমার জুলফিতে পাক ধরা শুরু করেছে ! এভাবে আর থাকা যায়না ! আব্বুকে গিয়ে বললাম চুলে কালো রং করব, নাহলে কলেজে আমাতে সবাই মুরুব্বী ডাকা শুরু করবে ! আব্বু বলল কাঁচা পাকা চুলেও একটা সৌন্দর্য আছে। তোমাকে কাঁচা পাকা চুলে ভালোই দেখায় ! আমি প্রায় বাকরুদ্ধ হয়ে গেলাম ! মনে মনে বললাম চুল থাক চুলের মতন, আমি থাকি আমার মতন !! এখন পর্যন্ত কাঁচা পাকা চুল নিয়েই আছি। এর কি কোন সমাধান নেই ???


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।