আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধত্ব মোচনে আরেক ধাপ

বিজ্ঞান সাময়িকি নেচারে প্রকাশিত একটি নিবন্ধের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই গবেষণাকে অন্ধত্ব নিরাময়ের পথে বড় একটি অগ্রগতি বলে মনে করছেন গবেষকরা।   
এই গবেষণায় অংশ নেয়া লন্ডনের মুরফিল্ডস চক্ষু হাসপাতাল ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের চিকিৎসকরা জানান, মানব চোখের রেটিনার ‘ফটোরিসেপটার’ সেলগুলো আলোতে সাড়া দিয়ে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠায়। তা থেকেই মস্তিষ্কে দেখার অনুভূতি তৈরি হয়। নানা কারণে এই কোষগুলো মারা যেতে পারে, তৈরি হতে পারে অন্ধত্ব।    
বিজ্ঞানীরা আগেই দেখতে পেয়েছেন, মানুষের চোখের কিছু কোষ স্টেম সেলের মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব, যার ফলে ফটো রিসেপটরগুলো আবার সজীব হয়ে উঠতে পারে। 
আর লন্ডনের গবেষকরা এবার ঈঁদুরের ওপর গবেষণায় দেখিয়েছেন, স্টেম সের ব্যভহার করে রিসেপটরগুলোই বদলে দেয়া সম্ভব।  
এই গবেষক দলের প্রধান, অধ্যাপক রবিন আলী বিবিসিকে বলেন, “ইঁদুরের ওপর গবেষণা করে আমরা নিশ্চিত, ফটোরিসেপটর প্রতিস্থাপন সম্ভব। মানুষের চোখে তা কীভাবে সম্ভব করা যায়, তারও একটি পথ আমরা খুঁজে পেয়েছি।” 

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।