আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিভেজা সকালে... এক ঝাঁক পিচ্চির রঙ নিয়ে খেলা...

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি পরিস্কার পরিচ্ছন্ন বৃষ্টিভেজা পিচঢালা রাস্তা হলে বৃষ্টির দিনে বা রাতের যেকোন সময় রাস্তায় চলাচল করতে ভালই লাগে। কিন্তু যদি বিপরীতটা হয়, অর্থাৎ বাসা বাড়ির স্যুয়ারেজ লাইন ও ড্রেনের পানি সহ বৃষ্টির পানিতে রাস্তাঘাট মাখামাখি, তবে প্রয়োজনীয় কাজের জন্যও সেই রাস্তায় চলাচলে আগ্রহের বদলে বিরক্তিই জমে। কদিন ধরে প্রকৃতি আঝোর নয়নে কেঁদে চলেছে। এর মধ্যে একটি স্কুলের সাপ্তাহিক ছবি আঁকার ক্লাসে “আর্ট ক্লাস” নেয়ার অনুরোধ এলো। কাজটি পাবার জন্যে আমি অবশ্য অনেকটা হাপিত্যেশ করেই বসে থাকি।

কারণ- সাথে সাথে বিলটা পেয়ে যাই। আমার যাতায়াত খরচ বাদ দিয়েও বেশ ভালই থেকে যায়। আর তাই সুযোগটা লুফে নিতে বিন্দু মাত্রদেরী হয়না, এবারো ব্যতিক্রম হলোনা। আজ শুক্রবারের সকালে আরামের ঘুম বাদ দিয়ে তাই আমি বৃষ্টি কাদা উপেক্ষা করে ছুটলাম ক্লাসটা নিতে। আমাকে আজকে যে ক্লাসটা নিতে হয়েছে তার বেশিরভাগ ছাত্রছাত্রীর বয়স ৭+, প্রায় সবাই কোন না কোন স্কুলে প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে পড়ে।

এখানে চার বছরের ডিপ্লোমা কোর্স- এর আমার নেয়া ক্লাসটি হলো ফার্স্ট ইয়ার বি-সেকশন এর। ছবি আঁকা শেখাতে যেমন ভালো লাগে তেমনি এক ঝাঁক পায়রার সাথে সময় কাটানোও। ক্লাসে কিছু কিছু আছে ভীষণ চঞ্চল। কাজের চেয়ে দুষ্টুমিই যেন ওদের বেশি পছন্দ! তারপরেও ছবি এঁকে রঙ করে মন ভরিয়ে দিলো। ক্লাসে ঢুকেই শুভেচ্ছা বিনিময় শেষে আমি ওদের বাড়ির কাজ দেখতে পেলাম নিজ নিজ বোর্ডে আটকানো।

তা দেখে জিজ্ঞেস করলাম, “আজ কি আঁকতে চাও তোমরা?” কয়েকজন ছাড়া বেশিরভাগই বলে উঠলো, “বৃষ্টির দৃশ্য” আঁকতে চায়। আমিও সাড়া দিলাম, “ঠিক আছে!” তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমার ক্লাসের দরজা বরাবর বারান্দা থেকে দেখা যাচ্ছে স্কুলের কাঠবাদাম, আম আর সুপারী গাছগুলোর পাতাগুলো ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে। পাতাগুলো যেন প্রাকৃতিক ঝরনা দিয়ে গোসল করে নিজেকে সম্পূর্ণ পরিস্কার করার নেশায় মত্ত। আজ তাই 'বৃষ্টির দৃশ্য' আঁকাআঁকির উত্তম দিন।

উপস্থিত বাইশ জনের মধ্যে কয়েকজন বাদে বাকি সবাই ছবি পুরোটা শেষ করেছে। সেগুলোই এখানে শেয়ার করতে ইচ্ছে হলো। ১। ২। ৩।

৪। ৫। ৬। ৭। ৮।

৯। ১০। ১১। ১২। ১৩।

১৪। ১৫। ১৬। ১৭। রোদেলা দিন হলে এ ধরনের কোথাও যেতে সাথে করে ডিজিট্যাল ক্যামেরা নিয়ে যেতে আমার ভুল হয়না।

কিন্তু, আজ ক্লাস থেকে বের হয়ে আরো কয়েকটি জায়গায় কাজ ছিলো বলে বৃষ্টির দিনে সেটা হয়ে ওঠেনি। অগত্যা সাথে থাকা কম দামী মোবাইলের ক্যামেরা দিয়েই কাজ সারতে হয়েছে। ফটোশপের কাজও জানা নেই বলে ছবিগুলো কিছুটা ঘোলা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।