আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় শিরক, বিদআত ও কুফরী

আর এটাই আমার সঠিক সরল পথ, কাজেই তোমরা তার অনুসরন কর, আর নানান পথের অনুসরন কর না, করলে তা তোমাদেরেক তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যাতে তোমরা তাকে ভয় করে যাবতীয় পাপ থেকে বেঁচে চলতে পার (সুরা আনআম ১৫৩)। নিচের কাজগুলির কোনটি শিরক, কুফরী বা বিদআত্ পরিণতির দিক থেকে সবগুলোই ভয়াবহ, তাই এগুলো আলাদা করে না দেখিয়ে একসাথে বর্নণা করলাম- ১. কুরআন- হাদীসের অকাট্য দলীল দিয়ে প্রমাণিত কোন বিষয় অস্বীকার করা (নামায, রোযা, রুকু, সাজদাহ) ২. কোন মুসলমানকে কাফির বলা কুরআন- হাদীসের অকাট্য দলীল দিয়ে প্রমাণিত কোন কিছুর এমন ব্যাখ্যা দেয়া যা কুরআন- হাদীসের স্পষ্ট খিলাফ ৩. অন্য ধর্মের নিদর্শন নিজের মধ্যে ধারণ করা (ক্রুশ, পৈতা, ইত্যাদি) ৪.ইবাদাত ও তাযীমের নিয়তে কবরকে চুমু দেয়া বা যেকোনভাবে সম্মান প্রদর্শন, অকারনে হলেও নিষিদ্ধ ৫. দ্বীন ও ধর্মের কোন বিষয় নিয়ে ঠাট্টা বা উপহাস করা (দ্বীনি ইলম, দাঁড়ি, টুপি, পাগড়ি, মাসযিদ, মাদ্রাসা) ৬. হারামকে হালাল ও হালালকে হারাম মনে করা ৭. হারাম কাজের সময় বিসমিল্লাহ বলা (জেনা বা চুরি) ৮. কোন পীর, বুযুর্গ সম্পর্কে এমন আকীদা রাখা যে তিনি সবসময় আমাদের অবস্থা জানেন ৯. কোন পীর, বুযুর্গকে দুর থেকে ডাকা ১০. আল্লাহ ছাড়া কোন পীর, বুযুর্গ বা অন্য যেকোন কারো কাছে কিছু প্রার্থনা করা, কোন উদ্দেশ্য পুরনের দোয়া করা ১১. পীর, কবর, মাযার বা অন্য যেকোন কিছুকে সিজদাহ বা তাযীম করা ১২. আল্লাহ ছাড়া কারো নামে শিরনী, সদকা বা মান্নত করা ১৩. আল্লাহ ছাড়া কারো নামে জন্তু জবেহ করা ১৪. কারো কাছে অদৃশ্য সম্পর্কে জিঞ্জাস করা, ভবিষ্যদ্বানী বা গায়েবী খবর জিঞ্জাসা বা বলা ১৫. সুলক্ষণ- কুলক্ষণ বিচার ১৬. কোন দিন বা মাসকে শুভ বা অশুভ মনে করা ১৭. মহররমের তাযিয়া বানানো ১৮. যেকোনভাবে আশুরা উৎসবের সাথে জড়িত থাকা ১৯. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবী রাদ্বি., তাবিঈগণের আদর্শযুগে ছিল না এমন কোন বিষয়কে ধর্মের সাথে সম্পর্কিত করা বিদআত ২০. মাযার সম্পর্কিত যেকোন কাজই শিরক, বিদআত বা কুফরী ২১. ওরশ পালন করা ২২. জন্ম বা মৃত্যুবার্ষিকী পালন করা ২৩. কুলখানী, চল্লিশা ইত্যাদি ২৪. কবরের উপর চাদর, ফুল দেয়া ২৫. কবর পাকা করা ২৬. কবরের উপর গম্বুয বানানো ২৭. মাযারে চাদর, শামিয়ানা, মিঠাই ইত্যাদি উপহার দেয়া ২৮. প্রচলিত মিলাদ অনুষ্ঠান ২৯. মীলাদে কিয়াম করা ৩০. জানাযার নামাযে হাত উঠিয়ে দুআ করা ৩১. কালেমা বা অন্য কিছু শব্দ সহকারে পড়তে পড়তে জানাযা নিয়ে যাওয়া ৩২. কবরের কাছে আযান দেয়া ৩৩. আযান ইকামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম এলে আঙ্গুল দিয়ে চোখে চুমু খাওয়া ৩৪. বিধবা বিবাহকে খারাপ মনে করা ৩৫. বংশ গৌরব করা ৩৬. হালাল পেশাকে অপমানজনক বা ছোট মনে করা (কুলি, মুচি, দর্জি) ৩৭. বিয়েতে অনৈসলামিক রীত পালন, গায়ে হলুদ, ফুল- কুল দিয়ে বৌ বরন, নারী পুরুষ একত্রিত হয়ে বর- কনেকে গোসল দেয়া ৩৮. মৃত ব্যক্তির কাপড় চোপড়কে দোষণীয় মনে করা ৩৯. শবে বরাত বা কদরে হালুয়া, রুটি করা, পটকা ফুটানো, আলোকশজ্জা ৪০. শবে বরাত বা কদরে কবরে কবরে ঘোড়া, রাত জেগে ঘোড়াঘুড়ি করা ৪১. শবে বরাত বা কদরে ইবাদাতকে আবশ্যকীয় মনে করা ৪২. ঈদের দিনের আমাল মনে করে গলা মিলানো, ইদ মুবারাক বলা ৪৩. প্রচলিত পন্থায় ঈসালে সাওয়াব করা ৪৪. টাকার বিনিময়ে ঈসালে সাওয়াব করা বা করানো আল্লাহপাক সবাইকে বোঝার ও আমাল করার তৌফিক দিন, আমীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।