আমাদের কথা খুঁজে নিন

   

বাজার থেকে সব ধরণের এনার্জি ড্রিঙ্ক এই মূহুর্তে সরিয়ে নিয়ে যুবসমাজকে অধঃপতনের হাত হতে বাঁচাবার পদক্ষেপ নিতে হবে।

যুব সমাজ যত তাড়াতাড়ি মন্দের দেকে আকৃষ্ট হয়, ভালর দেকে তাদেরকে নেয়ে আসা তার চেয়েও শক্ত কাজ। আর এই মন্দের দিকে নেবার জন্য বহু অসৎ ব্যবসায়ী নানা ধরণের সামগ্রী বাজার-জাত করে চলেছে। তার একটা হল এনার্জি ড্রিঙ্ক। এই এনার্জি ড্রিঙ্কের লেবেলে এখন অনেক বোতলেই মদ বিক্রী হচ্ছে দেদারসে। ৮ জুন, ২০১১ ইং-এর দৈনিক জনকণ্ঠ তাদের প্রথম পাতায় ‌এনার্জি ড্রিঙ্কসের নামে মাদক বাজারজাত' শিরোনামে যে খবরটি পরিবেশন করেছে, তা রীতিমতই উদ্বেগজনক। এ সকল ড্রিঙ্ক যারা তৈরী করছে আর এসবের অনুমোদন যারা দিচ্ছে, তাদের প্রত্যেকেরই যাবতীয় সম্পদ ক্রোক করে এদেরকে জেলে পাঠানো উচিত। কারণ যে যুবসমাজ আগামী দিনের জাতির পথিকৃৎ, তারা এদেরকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাস্তা-ঘাটে প্রকাশ্যে যেভাবে আজ যুবসমাজকে এনার্জি ড্রিঙ্কসের বোতল টানতে দেখা যায়, তাতে এ জাতির ভবিষ্যত যে একেবারেই ফর্সা, এটা একজন অন্ধেও টের পায়। এ সকল বদ-ব্যবসায়ী ও এ সকলের অনুমোদনকারীদের মেরুদণ্ড এক্ষুণি না ভাঙলে এরা জাতিকে সর্বনাশা পরিণতির দিকে নিয়ে যাবেই, তখন আর কিছুই করার থাকবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.