আমাদের কথা খুঁজে নিন

   

বাজার...

ধুসর সেদিন যাচ্ছিলাম বাজারে হাটছিলাম সজোরে মারছিলাম ইট এ লাথি দেখে ভয় পেয়ে যেত হাতি প্রথমেই মুদির দোকান মুদিওয়ালা তাই তাকান বললেন- "লাগবে কি ? চাল, ডাল নাকি ঘি" ? আমি বললাম-" দিন এক কেজি কেরোসিন লাগবে এক কেজি ডিম আর এক হালি শিম " মুদিওয়ালা হাসেন একটু একটু কাশেন আমি বললাম-"হাসেন"? তিনি বললেন- "বসেন " বললেন - "আপনার মাথা গরম" শুনে পেয়ে গেলাম আমি শরম তারপর বললাম-"কেন "? বললেন- "ডিম শিম তুমি চেন" ? যাহোক গেলাম মাছের বাজারে সেখানে মানুষ হাজারে হাজারে মাছ আছে কোটি কোটি আমার পছন্দ হলো পুটি "ও ভাই একটি পুটি কত? ভাই বলুন না কয় শত"? মাছওয়ালা রেগে আগুন বললেন - "আপনি ভাগুন " বলল - "আপনি বোকা" "মগজে ধরেছে পোকা" আমি বললাম "কেন" ? বললেন - "পুটি মাছ তুমি চেনো"? বাজার করা শেষে রিকশায় উঠে বসে - "এই কলাবাগান যাবে" ? "পুরা তিন টাকা পাবে" রিকশাওয়ালা রেগে বলে "তিরিশ টাকায় চলে"? বলি-"এই কি ভাড়ার নমুনা" ? সে বলে - "তাইলে আমি যমুনা" .. যাহোক গেলাম বাড়ি ফিরে দেখি বউ রান্না ঘরে "আসতে এত দেরী "? "এখন যে কি করি" ! বউ তো গাছে রেগে বাজার সদাই দেখে "এনেছ কেন কেরোসিন" ? "আনতে বলেছি সয়াবিন". "আনতে বলেছি রুই রুই মাছ টা কই? এনেছ তুমি পুটি এগুলো কিভাবে কুটি"? "আজকে খাওয়া বন্ধ বন্ধ হলো রন্ধ" কি আর করা ভাই সেদিন উপোস থেকে যাই ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.