আমাদের কথা খুঁজে নিন

   

বাজার অর্থনীতি, সেলফোনে দ্বিমুখী যৌন বাজার

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

অর্থনীতির দুই চারটা চটি -ব্যষ্টিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ সম্মান - আর ডজনখানেক ওয়েব নিবন্ধ পড়ে আমি খুব বাল ফেইলা তাল গাছ ঢাইকা ফেলছি এমন একটা ভাব দেখাই । বেশীরভাগই বিজ্ঞানভিত্তিক পড়াশোনা করা বন্ধুবান্ধবদের আড্ডায় আমি সমাজ থেকে শুরু কইরা সঙ্গম পর্যন্ত সব কিছু অর্থনীতির আলোয় ব্যাখ্যা কইরা ব্যাপক ভাব দেখাই ইদানীং। তাও আবার বাজার অর্থনীতির । আরে ব্যাটা, মার্কসের ধুনফুন দেখাইয়া লাভ নাই । ঐসব ইউটোপিয়ান স্বপ্ন আর এছলামি খিলাফতের রুপকথা একই ঘাটের মাল, একই জায়গায় বান্ধা বাল ।

ব্যক্তিগত লাভের লোভ ছাড়া মানুষের শ্রম বা উদ্যোক্তার মেধা কোনোটারেই মোবিলাইয করা যাইব না । মার্কসের ইতিহাস বা সমাজের অন্যান্য ঘটনাকে শ্রেণীভিত্তিক দৃষ্টিকোন থেকে দেখার মত কইরা , আমিও অতি-উৎসাহী, সবকিছুরে ক্রেতা-বিক্রেতা দ্বন্দের দৃষ্টিকোণ থাইকা দেখাইয়া , আরে শালা জোস কইছস, বাহবা টোকাই । দেশে সেলফোন ব্যাপক হারে ছড়াইয়া পড়ছে, পুলাপাইন সব দিনদিন অশ্লীল হইয়া গেল । রাইত জাইগা ফোনে আলাপ পাড়ে, আর বৌ-জামাই বইলা হোটেল রুম ভাড়া নিয়া আকাম কইরা আসে, বাসায় বইলা যায় স্টাডি ট্যুরে গেছে । আর মাগি কতগিলি আছে, জামাই বিদেশে থাকে, আর এখানে জ্বালা মিটানির লাইগা , নাগর ভাড়া রাখে ।

লু্ইচ্যাগিলি আইজকাল মাল ও খায় টেকাও কামায়। হালার ওগোই দিন । আমগো বাল ভদ্র থাইকা কুনো লাভ হইল না, আক্ষেপ করে বলে স্কুলের বন্ধু আদনান । ওর জন্য একটু খারাপ লাগে । চাইরপাশে এত কিচ্চু, মাগার নিজের জীবনে কিছু হইতাসে না, যন্ত্রণাটা আমিও বিলক্ষণ বুঝি ।

হালায়, বিয়াত্যা মাইয়ার লগে কোনোদিনও আকাম করতে যাওন নাই । কালকে বিকালে লাগাইয়া আইয়া ঘুম দিছি, উইট্যা দেহি ২২ টা মিসকল । বাল , আমার কি অন্য কোনো কাম নাই । মিজাজ তিরিক্ষি করে বলে মামুন, পাড়ার চা দোকান থেকে পরিচিত বন্ধু । গত সাড়ে চার বছরে অনেক কিছু পাল্টে গেল ।

বাইরে থাকি বলে আমি ধরতে পারি নাই পুরোপুরি । প্রতিবার দেশে আসি, পরিবর্তনটা ধরতে ধরতে ফিরে যাবার সময় হয়ে যায় । পরের বার এসে দেখি অনেক হোমওয়ার্ক বাকি, বন্ধুদের কাছ থেকে জানার অনেক কিছু বাকি । আমার বিশ্লেষণের অপেক্ষায় অনেকে । মুখ গোমড়া করে বলে মেয়ে বন্ধু তাসকিন, মেয়েরা অনেক প্রতারিত হচ্ছে ।

ভালোবাসার কথা বইলা লাগাইয়া ভাইগা যাইতাগে পুলাগুলা । বালের কথা কইস না , তুমরাও একেকটা সন্যাসীনি না, ভোদার জ্বালা মিটাইতে যাও, পরে পুলাগো দোষ । জিনিয়া, মৌটুসি, নন্দীনির আকামের কতা তো তুই ই কইলি । মিনমিন করে তাসকিন । আসলে ব্যাপারটা হইল গিয়া, একটা বাজার গইড়া উঠছে, ইন্টারনেট শপিং এর মত কইরা ।

আগে সামাজিক বিধিনিষেধের কারণে পুলা মাইয়া দুইজনেরই চাহিদা থাকা সত্তেও বাজারটা ঠিকমত গইড়া উঠে নাই । সমাজতান্ত্রিক দেশের চোরা বাজারের মত পলাইয়া পলাইয়া যাগো সুযোগ ছিল তারা করছে । এখন সেলফোনের কল্যাণে বাজারটা বড় হইছে, বাজারে পণ্য বেশী, ক্রেতা বিক্রেতার নিরাপত্তা বেশী, তাই ভোক্তার তৃপ্তিও বেশী । পুলা মাইয়া দুইজনেরই । আর পন্য বিষয়ে তোর ধারণাও ক্লিয়ার না ।

পুলারা লাগাইয়া টেকা দিব এইটা তো ন্যায়বিচার না । সেবা তো এইখানে দুইপক্ষই দিতাছে । টেকার বিনিময়ে সেবার বদলে এই বাজারে সেবার বদলে সেবা বিক্রী হইতাছে । এইটাও বাজার । নিজের ব্যাখ্যা শুনে আমি নিজেও একটু টাসকি খাই ।

একটু দুঃখ ও পাই মনে মনে । পুরাতন দিনগুলার পরিবর্তন আমিও চাইছিলাম । কিন্তু তাই বইলা, এইরকমের ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.