আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়ার কানের রিং নিয়ে ওয়াশিংটন ডিসিতে তুলকালাম

এনা, নিউইয়র্ক থেকে ॥ ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংলগ্ন পেনসিলভেনিয়া এ্যাভিনিউতে হোটেল মেরিয়টে অবস্থানকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কানের একটি রিং খোয়া যায়। ডায়মন্ডের রিংটি বেগম জিয়ার অতীতের অনেক স্মৃতিবিজড়িত এবং সম্ভবত ১৯৯৪ সালে সিঙ্গাপুর থেকে তা ক্রয় করা হয়। ২৫ মে বুধবার গভীর রাতে তা খোয়া যায়। তাঁর সঙ্গে আসা এক সফরসঙ্গী এবং মহিলা এমপি রেহানা আক্তার রানু ভেতরে ভেতরে মুষড়ে পড়েন। কারণ, বেগম জিয়ার কৰে তাঁরা দুজনেই অবাধে যাতায়াত করেন।

তন্ন তন্ন করে খোঁজা হয় কানের রিং। কোথায়ও না পেয়ে জানানো হয় হোটেল কর্তৃপৰকে। তাঁরা ডগ স্কোয়াড এনে প্রথমেই লন্ড্রি রম্নমে খোঁজ করেন। অবশেষে তা পাওয়া যায় বেগম জিয়ার কৰের বালিশের কভারের ভেতরে। ক্লিনাররা তাঁর কৰের বিছানা ও বালিশের কভার নিয়ে যাবার সময় তার ভেতরে ছিল খালেদা জিয়ার কানের রিং।

দীর্ঘ ১৬ ঘন্টা পর শ্বাসরম্নদ্ধকর এ পরিস্থিতির অবসান ঘটে। পরে সৃষ্টিকর্তার কাছে শোকরানা আদায় করেন বেগম জিয়া। স্বসত্মিবোধ করেন সফরসঙ্গি সকলেই। ঘটনার জন্যে হোটেল কর্তৃপৰ দুঃখ প্রকাশ করেছেন বলে বেগম জিয়ার সঙ্গে ঐ হোটেলে অবস্থানকারী যুক্তরাষ্ট্র বিএনপির একাধিক কর্মকর্তা জানান। ২৯ মে বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন।

তাঁরা আরও বলেছেন যে, বেগম জিয়ার রিং হারিয়েছিল বলে যে কথা রটানো হয়েছে সেটি একেবারেই সত্য নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.