আমাদের কথা খুঁজে নিন

   

আমার বারান্দা থেকে দেখা সামনের জানালার ভাগ্নি

ইশতিয়াক নতুন বাসা বাসার সামনের গলি পথের ওই পাশে টিনসেড বাড়ি ওই বাড়ি তে ২ টা পিচ্চি ছোটটা এখনো একপাশ থেকে আরেক পাশ ফিরতে পারে না বড়টা তার থেকে বড়োজোর ১ বছরের বড় বড়টা কেবল হাটা শিখছে দেখে, তাই তেমন একটা দেখা যায় না কিন্তু ছোটটার বিছানা একেবারে জানালার সঙ্গেই এতো ছোট বাবু দেখলেই কেমন জানি শান্তি লাগে আমি এই নতুন বাসায় আসার পর থেকেই আম্মুকে প্রতিনিয়ত আপডেট দেই এই বাবু টা কি করে এখন ঘুমায় এখন আরেক পাশে ফিরার চেষ্টা করতেছে এখন নাই, কই জানি গেছে দাদীর সাথে বাইরে বের হইছে আম্মু আমার অতি আগ্রহ দেখে এখন ওই বাবুকে বানাইছে আমার ভাগ্নি এখন আমাকে বারান্দায় দেখলেই আম্মুর প্রশ্ন তোর ভাগ্নি কি করে ?? কাদে কেন ?? চল আমি আর তুই একদিন ওকে দেখতে যাই আমার বারান্দা থেকে দেখা সামনের জানালার ভাগ্নি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।